সাকিবের দিন ভালো যাচ্ছিল না টের পেয়ে চড়াও হন পাওয়েল

ছবি: সংগৃহীত

প্রথম তিন ওভারে ১৫ রান দেওয়া সাকিব আল হাসান লণ্ডভণ্ড হয়ে যান নিজের শেষ ওভারে। এই বাঁহাতি স্পিনারকে বেধড়ক পিটিয়ে ২৩ রান আনেন রভম্যান পাওয়েল। ইনিংসের ১৬তম ওভারে পাওয়া ওই মোমেন্টামকে কাজে লাগিয়ে বড় পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্য তাড়ায় পরিকল্পনাহীন ব্যাটিংয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ।

রোববার ডমিনিকার উইন্ডসর পার্কে ক্যারিবিয়ানদের ৫ উইকেটে ১৯৩ রানের জবাবে টাইগাররা পৌঁছাতে পারে ৬ উইকেটে ১৫৮ রান পর্যন্ত। ৩৫ রানের হারে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে তারা।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে মূল পার্থক্য তৈরি করে দেন ডানহাতি পাওয়েল। এক পর্যায়ে, তার রান ছিল ৯ বলে ৭। তবে সাকিবের ওপর চড়াও হয়ে হাত খোলার পর বিস্ফোরক ব্যাটিং উপহার দেন তিনি। মাত্র ২০ বলে ফিফটি স্পর্শ করেন পাওয়েল। শেষ পর্যন্ত, তিনি অপরাজিত থাকেন ৬১ রানে। ২৮ বলের ইনিংসে তিনি ২ চারের সঙ্গে মারেন ৬ ছক্কা। অন্যদিকে, ১ উইকেট নিলেও সাকিব ৪ ওভারে খরচ করেন ৩৮ রান।

ছবি: এএফপি

ম্যাচসেরার পুরস্কার জেতা পাওয়েল পরে জানান, বল হাতে দিনটা যে সাকিবের ছিল না সেটা আগেই বুঝে গিয়েছিলেন তিনি, 'আমার মনে হয়, আপনার প্রতিদ্বন্দ্বী কে এবং কোন বোলারকে লক্ষ্যবস্তু বানাতে হবে তা খুঁজে বের করা খুব গুরুত্বপূর্ণ। আর আজ (রোববার) আমার মনে হয়েছে, (বল হাতে) সাকিব তার সেরা দিনটা কাটাচ্ছিল না। তাই আমি সিদ্ধান্ত নেই তাকে পেটাব। অবশ্যই এটা (সাকিবের বিপরীতে এক ওভারে অনেক রান তোলা) মোমেন্টাম পাল্টে দিয়েছিল। আমরা সব সময় ব্যাটিং নিয়ে আলাপে কথা বলি মোমেন্টাম ও খেলার গতিপথ পরিবর্তনের ব্যাপারে। সাকিবের বিপরীতে ওই ওভারে আমরা সেটা করেছি।'

পাওয়েলের ঝড় তোলার রাস্তা বানিয়ে দিয়েছিলেন ওপেনার ব্র্যান্ডন কিং ও ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান। শক্ত ভিত কাজে লাগাতে পারার তৃপ্তি ফুটে ওঠে তার কণ্ঠে, 'ব্র্যান্ডন ও অধিনায়ক মিলে ভিত তৈরি করে দিয়েছিল। আমি মনে করি, আমি ক্রিজে যাওয়ার আগে তারা ভালো খেলেছে। তাই আমার জন্য সুযোগ ছিল স্কোর এগিয়ে নেওয়ার এবং পুরো ওভার ব্যাট করার। আমার মনে হয়, আজ (রোববার) আমি সেটা কাজে লাগাতে পেরেছি।'

লক্ষ্য তাড়ায় কখনোই ওয়েস্ট ইন্ডিজের মাথাব্যথার কারণ হতে পারেনি বাংলাদেশ। সতীর্থদের যাওয়া-আসার মাঝে রানের দেখা পান কেবল সাকিব। তবে তার ৫২ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস কেবল হারের ব্যবধানই কমায়। সফরকারী ব্যাটাররা হতাশ করলেও উইকেট ভালো ছিল বলে মত দেন পাওয়েল, 'আমি মনে করি, এটা ভালো উইকেট ছিল। বিশেষ করে, ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। পাঁচ-ছয়টা বল দেখেই আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন। বল ভালোমতো ব্যাটে আসছিল এবং এরপর ব্যাটার হিসেবে আপনার নিজেকে মেলে ধরার পালা (ছিল)।'

Comments

The Daily Star  | English

13 former BDR members walk out of jail after 16 years

Family members expressed overwhelming joy at the release, reuniting with their loved ones

30m ago