মেয়ার্স-ব্ল্যাকউড জুটিতে ওয়েস্ট ইন্ডিজের লিড

Kyle Mayers & Jermaine Blackwood
ছবি- উইন্ডিজ ক্রিকেট

প্রথম সেশনে ৪ উইকেট তুলে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। আশা জাগছিল লিড পাওয়ারও। কিন্তু দ্বিতীয় সেশনে আর ধরে রাখা গেল না চাপ। বরং দারুণ  শতরানের এক জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে নিলেন জার্মেইন ব্ল্যাকউড ও কাইল মেয়ার্স।

সেন্ট লুসিয়ায় দিনের দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ৩০ ওভার। তাতে ওভার প্রতি ৩.৭০ করে নিয়ে ১১১ রান যোগ করে ফেলেছে ক্যারিবিয়ানরা, হারায়নি একটিও উইকেট। চা-বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ২৪৮ রান। হাতে ৬ উইকেটে নিয়ে ১৪ রানের লিড হয়ে গেছে স্বাগতিকদের।

৮৬ বলে ৬০ রানে অপরাজিত আছেন মেয়ার্স, ১১৭ বলে ৪০ রান নিয়ে ক্রিজে ব্ল্যাকউড। পঞ্চম উইকেট জুটিতে এসে গেছে ১১৬ রান।

৪ উইকেটে ১৩৭ রান নিয়ে নেমে সতর্ক শুরু করেন ব্ল্যাকউড। মেয়ার্স ছিলেন তার মতো। কিছুটা ঝুঁকি নিয়ে হলেও রানের চাকা সচল রেখে গেছেন তিনি। ব্ল্যাকউড মন দেন প্রান্ত আগলে রাখায়।

বাংলাদেশের বোলাররাও খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেননি তাদের। দিনের শুরুর অংশে মেহেদী হাসান মিরাজ যতটা চাপ রাখতে পারছিলেন, মাঝের সেশনে তিনিও কিছুটা আলগা। মেয়ার্স তাকে পেয়ে বসতে দেননি, উল্টো বাউন্ডারি বের করেছেন, উড়িয়ে ছক্কা মেরে ফিল্ডিং পজিশন রক্ষণাত্মক দিকে নিয়ে গেছেন।

ইবাদত হোসেনের ফলহীন স্পেলের পর খালেদ আহমেদকে ফিরিয়েও লাভ হয়নি। তিনি নাকল বল করেও চেষ্টা চালিয়েছেন, লাভ হয়নি। অধিনায়ক সাকিব আল হাসান অনেক দেরিতে বল হাতে নিয়ে ছিলেন নির্বিষ। তার বল থেকে রান বের করতে তেমন কোন বেগ পেতে হয়নি ব্যাটারদের।

Comments

The Daily Star  | English

Produce in US or pay tariffs

US President Donald Trump issued a blunt warning to global elites in a video message to the World Economic Forum yesterday: Make your product in the United States or pay tariffs.

4h ago