ব্যাটারদের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দিলেন সাকিব
অ্যান্টিগা টেস্ট শুরুর আগের দিনও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে ছিল উচ্ছ্বাস। তিনি বলেছিলেন, এবারের উইকেট আগেরবারের চেয়ে আলাদা। তাতে কিছুটা স্বস্তি হয়তো মিলেছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। কারণ, চার বছর আগে এই ভেন্যুতেই নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা।
কিন্তু ভক্ত-সমর্থকদের আশার বেলুন ফুটো হতে সময় লাগেনি। বৃহস্পতিবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম দিনের মধ্যাহ্ন বিরতির পর মাত্র ১০৩ রানে অলআউট হয় বাংলাদেশ। কঠিন কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণে তাদের ইনিংস টেকে কেবল ৩২.৫ ওভার। হাফসেঞ্চুরি করা সাকিবসহ মাত্র তিনজন দেখা পান দুই অঙ্কের। বাকি দুজন হলেন তামিম ইকবাল ও লিটন দাস। আর ছয় ব্যাটার আউট হন শূন্য রানে।
উইকেটের নানা জায়গায় রয়েছে ঘাস। বাউন্স অসমান। বলের গতিও নয় নিয়মিত। সবমিলিয়ে বাংলাদেশের ব্যাটারদের জন্য একেবারে বিরুদ্ধ পরিস্থিতি। কিন্তু উইকেটে টিকে থাকার প্রতিজ্ঞার দেখা মেলেনি তাদের কাছ থেকে। বরং একের পর এক বাজে শটে আত্মাহুতি দেন তারা।
বিপর্যয়ের শুরুটা তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়কে দিয়ে। ছেড়ে দেওয়ার মতো বলে ব্যাট ছুঁইয়ে তিনি ধরা পড়েন স্লিপে। ব্যাট-প্যাডের ফাঁক গলে এরপর উপড়ে যায় নাজমুল হোসেন শান্তর স্টাম্প। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর প্রথম ইনিংসে মুমিনুল হকও ব্যর্থ। অভিজ্ঞ ওপেনার তামিম বিদায় নেন আলগা শটে। ফর্মে থাকা লিটন ক্যাচ দেন উইকেটের পেছনে। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান বল ছেড়ে দিয়ে হন বোল্ড। এরপর দ্বিতীয় সেশনে লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি খেলতে গিয়ে মাঠ ছাড়েন মেহেদী হাসান মিরাজ। মোস্তাফিজুর রহমানও টিকতে পারেননি। সঙ্গীর অভাবে আগ্রাসী ঢঙে খেলতে থাকা সাকিব ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন সীমানার কাছে। খালেদ আহমেদ স্লিপে ক্যাচ দিলে থামে বাংলাদেশের দুর্দশা।
দিনের খেলার ইতি ঘটার পর সংবাদ সম্মেলনে হতাশ বাংলাদেশ অধিনায়ক সাকিব অনুমিতভাবেই কাঠগড়ায় তোলেন ব্যাটারদের। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে দারুণ কিছু করে দেখানোর চ্যালেঞ্জও দেন সতীর্থদের, 'আসলে ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে। তাদের কাজটা তাদেরই করতে হবে। কেউ এসে তাদের মুখে তুলে খাইয়ে দিবে না। আশা করি, দ্বিতীয় ইনিংসে এমনভাবে ঘুরে দাঁড়াবে যেন তারা এই ব্যর্থতা থেকে রিকভার করতে পারে। সেই চ্যালেঞ্জটা থাকবে।'
প্রথম দিনেই বিপাকে পড়া বাংলাদেশের বিপক্ষে লিড নেওয়া ওয়েস্ট ইন্ডিজের জন্য কেবল সময়ের ব্যাপার। ২ উইকেটে তাদের সংগ্রহ ৯৫ রান। হাতে ৮ উইকেট নিয়ে টাইগারদের চেয়ে তারা পিছিয়ে আছে কেবল ৮ রানে। ক্রিজে আছেন রেমন রেইফার ১১ ও এনক্রুমা বনার ১২ রানে। সফরকারীদের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ ও ইবাদত হোসেন।
Comments