বৃষ্টি বিড়ম্বনায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট
সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের লিড বাড়ানোর মিশনে হানা দিয়েছে বৃষ্টি। দিনের খেলার ৯ ওভার হওয়ার পরই নামে বৃষ্টি। তাতে বন্ধ হয়ে যায় ম্যাচ।
রোববার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল বৃষ্টি। প্রথমে হালকা থেকে বৃষ্টির দাপট ক্রমেই হয়েছে তীব্র। সেন্ট লুসিয়ায় সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
খেলা বন্ধ হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩৭৬ রান। বাংলাদেশ থেকে এরমধ্যে তারা এগিয়ে গেছে ১৪২ রানে। আগে দিন সেঞ্চুরি তোলা কাইল মেয়ার্স ১৪০ রানে অপরাজিত আছেন, ৭ রান করে তার সঙ্গী কেমার রোচ।
তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার পর দ্বিতীয় ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে সুইপ করতে গিয়ে ব্যর্থ হয়ে এলবিডব্লিউতে ফিরে যান থিতু থাকা জশুয়া দা সিলভা। মেয়ার্স এক পাশে রান বাড়াতে থাকলেও আলজেরি জোসেফও টিকতে পারেননি। তাকে ফিরিয়ে দেন খালেদ আহমেদ।
এরপর রোচকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় আছেন মেয়ার্স। লিড দেড়শোর কাছাকাছি চলে যাওয়ায় এই টেস্টে তারা আছে বেশ শক্ত অবস্থানে।
Comments