বিব্রতকর এই রেকর্ড বলছে বড় ভুল তথ্যই দিয়েছিলেন বিসিবি প্রধান

nazmul hasan papon
ছবি: ফিরোজ আহমেদ

বিসিবি প্রধান নাজমুল হাসানকে কি কেউ ভুল তথ্য দিয়েছিল? নাকি সময়ের হিসেবে তিনি নিজেই বড় গোলমাল করে ফেললেন। টেস্ট ক্রিকেটে অন্য দেশগুলোর শুরুর অবস্থা টানতে যে তথ্য সেদিন দিয়েছিলেন তা ছিল বিস্তর ভুলে ভরা। উল্টো একদিন পর বাংলাদেশ দল যে রেকর্ডের সঙ্গী হলো তা নিশ্চিতভাবেই তাকে বিব্রত করার কথা।

রোববার রাতে বিসিবির একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বোর্ড প্রধান বাংলাদেশের দলের টেস্টের অবস্থা বলতে টেনে আনেন অন্য দেশগুলোকে। তার কথা ছিল এরকম, 'সংস্কৃতি গড়ে উঠতে সময় লাগবে। ভারতের প্রায় ২৬ বছর লেগেছিল প্রথম ম্যাচ জিততে… এত অস্থির হলে হবে না। আপনারা আরেকটা ব্যাপার দেখেন, টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড। তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে ৮টার মধ্যে মাত্র ২টি সিরিজ জিততে পেরেছে (আদতে সিরিজ নয়, ম্যাচ)। তার মানে কি নিউ জিল্যান্ড খারাপ দল হয়ে গেল?'

সমস্যাটা এখানেই। টেস্ট অভিষেকের পর প্রথম টেস্ট জিততে ভারতের মোটেও ২৬ বছর লাগেনি, লেগেছিল ১৯ বছর। কিন্তু সময়ের হিসাব করলে এখানে চলছে না আরেকটি বড় কারণে। ওই ১৯ বছরে তারা যে খেলেছিল মাত্র ২৫ টেস্ট। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কারণে ১০ বছর তো কোন খেলাই হয়নি সেসময়।

ভারত তাদের শুরুর ১৯ বছরে যেখানে খেলছিল ২৫ টেস্ট। বাংলাদেশ ২২ বছরে খেলে ফেলেছে ১৩৪ টেস্ট। এবং হেরেছে ১০০টিতেই।

বিব্রতকর রেকর্ডটাও এখানে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে একশোটি হারের দেখা পাওয়ার রেকর্ড সঙ্গী হয়েছে বাংলাদেশের। ১৩৪ টেস্টে ১০০ হারের সঙ্গে স্রেফ ১৬ জয় আর ২২ ড্র আছে।

এই রেকর্ডে বাংলাদেশের আশেপাশে কেউ নেই। পরের অবস্থানে থাকা নিউজিল্যান্ড ২৪১ ম্যাচে গিয়ে ১০০ টেস্ট হেরেছিল। এই সময় তারা জিতেছিল ৩৩টিতে। ড্র ম্যাচের সংখ্যাও অনেক।

টেস্ট ম্যাচে জিততে না পারলেও ম্যাচ বাঁচানোকেও দেখা হয় বড় করে। বাংলাদেশ সেই জায়গায় দিনের পর দিন ব্যর্থ। সেন্ট লুসিয়ায় হারের পর অধিনায়ক সাকিব আল হাসান সামগ্রিক সংস্কৃতি না থাকাকে দায় দিয়েছেন। সংস্কৃতি না থাকার কথা উঠে আসে অনেকের আলোচনায়।

বর্তমান বোর্ড প্রধানও টেস্টে দুরবস্থা স্বীকার করে উন্নতি করার কথা বলেন প্রায়ই। মজার কথা হলো টেস্টে বাংলাদেশের ২২ বছরের পথচলায় যে প্রশাসক সবচেয়ে বেশি সময় দায়িত্বে ছিলেন তিনি নাজমুল হাসানই। গত ১০ বছর ধরেই তিনি বিসিবি প্রধান। প্রশ্ন উঠতে পারে সংস্কৃতি না থাকার দায়টা কি তিনি এবার নেবেন?

পরিসংখ্যান: টেস্টে একশোটি হার দেখতে কার কত টেস্ট লেগেছিল

বাংলাদেশ: ১৩৪ টেস্ট

নিউজিল্যান্ড: ১৪১ টেস্ট

শ্রীলঙ্কা: ২৬৬ টেস্ট

দক্ষিণ আফ্রিকা: ২৭৯ টেস্ট

ভারত: ৩০৩ টেস্ট

ইংল্যান্ড: ৩৪৭ টেস্ট

পাকিস্তান: ৩৫৭ টেস্ট

ওয়েস্ট ইন্ডিজ: ৩৬৮ টেস্ট

অস্ট্রেলিয়া: ৩৭৪ টেস্ট

Comments