বাংলাদেশের বিপক্ষে নামার আগে সুখবর পেল ওয়েস্ট ইন্ডিজ
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অভিজ্ঞ পেসার কেমার রোচকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে স্বাগতিকদের স্কোয়াডের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে।
বুধবার রাতে এক বিবৃতিতে রোচকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। গত সপ্তাহেই ক্যারিবিয়ান বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, 'যদি তিনি (রোচ) ফিটনেস পরীক্ষায় পাস করে যান, তাহলে তাকে ১৩ নম্বর খেলোয়াড় হিসেবে টেস্ট স্কোয়াডে যুক্ত করা হবে।'
রোচের দলে ফেরা নিঃসন্দেহে সুখবর স্বাগতিকদের জন্য। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট থেকে তিনি পুরোপুরি সেরে উঠেছেন।
আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সবার উপরে আছেন রোচ। বর্তমানে খেলছেন এমন ক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যে উইকেট শিকারেও তার অবস্থান শীর্ষে। টেস্টে নিজের ইনিংস সেরা বোলিং ফিগারের দেখা রোচ পেয়েছিলেন বাংলাদেশের বিপক্ষেই। ২০০৯ সালে নিয়েছিলেন ৪৮ রানে ৬ উইকেট।
বৃহস্পতিবার ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
এই ভেন্যুতে সর্বোচ্চ ৪৩ উইকেট দখলের রেকর্ড রোচের নামের পাশে। ২০১৮ সালেও তার তোপে ছারখার হয়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে কেবল ৮ রানে ৫ উইকেট পেয়েছিলেন তিনি। মাত্র ৪৩ রানে গুটিয়ে গিয়ে টেস্টে নিজেদের সর্বনিম্ন দলীয় সংগ্রহের বিব্রতকর অভিজ্ঞতা হয়েছিল টাইগারদের।
প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, কাইল মায়ার্স, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেইমন রেইফার, জেইডেন সিলস, ডেভন থমাস ও কেমার রোচ।
রিজার্ভ:
শেরমন লুইস ও তেজনারায়ণ চন্দরপল।
Comments