প্রথম সেশনেই লণ্ডভণ্ড বাংলাদেশের ব্যাটিং
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামার আগে কন্ডিশন নিয়ে দুশ্চিন্তা ছিল বাংলাদেশ দলের, দুশ্চিন্তা ছিল ব্যাটসম্যানদের স্কিল ঘাটতি নিয়েও। খেলতে নেমে সেসব দুশ্চিন্তা সত্যি হতে সময় লাগল না। দ্বিতীয় বল থেকেই শুরু উইকেট পড়া। পুরো সেশন জুড়ে চলল কাঁপুনি, একের পর এক উইকেট তুলে উল্লাসে মাতল ক্যারিবিয়ানরা। কেমার রোচ, কাইল মায়ার্সদের যেন জবাবই দিতে পারলেন না বাংলাদেশের ব্যাটাররা।
বৃহস্পতিবার অ্যান্টিগা টেস্টের প্রথম সেশনে ২৫ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছে বাংলাদেশ। ২৭ রান নিয়ে ক্রিজে আছেন অধিনায়ক সাকিব, ২ রান করে তার সঙ্গী মেহেদী হাসান মিরাচ।
টস হেরে ব্যাট করতে গিয়ে রোচের বলে ইনিংসের দ্বিতীয় ওভারে স্ট্রাইক পেয়ে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন মাহমুদুল হাসান জয়। ছোট্ট ক্যারিয়ারে আরেকটি শূন্য যোগ হয় তার খাতায়। এক ওভার বিরাম দিয়ে তৃতীয় ওভারে আরেক পতন। এবারও হন্তারক রোচ। তার স্যুয়িং করে ভেতরে ঢোকা বল বুঝতেই পারেননি নাজমুল হোসেন শান্ত। নিজের অবস্থান প্রশ্নবিদ্ধ করে ৫ বলে ০ রান করে হন বোল্ড।
এই সিরিজের আগে নাটকীয়ভাবে অধিনায়কত্ব থেকে বিদায় নেওয়া মুমিনুল হক এবারও ব্যর্থ। নেতৃত্বের ভার সরিয়েও ফিরতে পারেননি ছন্দে। সিডন সিলসের বলে স্লিপে ক্যাচ দেন ৬ বলে ০ রান করে।
১৬ রানে ৩ উইকেট হারানোর পর এক পাশে টিকে থাকা তামিম ইকবাল কিছুটা আশা দিচ্ছিলেন। লিটন দাসের সঙ্গে গড়েন প্রতিরোধ। কিছু ভালো শটের বাহার দেখা যায় তার ব্যাটে। পেরিয়ে যান টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক। এরপরই শেষ তিনি। প্রথম ঘন্টার পর আলজেরি জোসেফের লেগ স্টাম্পের বাইরের বল ফ্লিক করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে।
তামিম ফেরেন ৪৩ বলে ২৯ রান করে। তাতে ভাঙ্গে ২৫ রানের জুটি। পরের ওভারে বিদায় লিটনেরও। ছন্দে থাকা এই ব্যাটার কাইল মেয়ার্সের মুভমেন্টে হন কাবু। কিছুটা এগিয়ে এসে খেলতে গিয়ে ক্যাচ দেন কিপারের গ্লাভসে। তিন বল পর কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ফেরেন এলবিডব্লিউ হয়ে। তিনিও রানের খাতা খুলতে পারেননি। ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রথম সেশনের বাকি সময়টা পার করেন সাকিব। তবে পুরোটা সময়ই অস্থিরতায় ভুগতে দেখা যায় তাকে। রান আউটের হাত থেকে রক্ষার পাশাপাশি আকাশে উড়িয়ে ফাঁকা জায়গায় পড়েও রক্ষা হয় তার। মিরাজের সঙ্গে এখন পর্যন্ত ইনিংস সেরা ৩১ রানের জুটি গড়েছেন তিনি। তবে তারা শেষ স্বীকৃত ব্যাটার। আর এক উইকেট পড়লে শেষের পথে হাঁটবে সফরকারীদের ইনিংস।
Comments