‘প্যাথেটিক উইকেটে খেলে পাওয়ার হিটার নাই বলে কান্নাকাটি’

'আমাদের তো পাওয়ার হিটার নাই, টিম গেম খেলে জিততে হবে',  টি-টোয়েন্টিতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের স্লোগানই হয়ে গেছে এই কথা। কিন্তু পাওয়ার হিটার না থাকার কারণ নিয়ে কথা হয় কম। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এই ঘাটতির জন্য দায় দিলেন ঘরোয়া উইকেটকে। তার মতে, দেশে যেসব উইকেটে বাংলাদেশে খেলে তাতে পাওয়ার হিটার তৈরি হওয়া মুশকিল।

সাধারণত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেই বেশিরভাগ ম্যাচ খেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। মন্থর ও টার্নিং উইকেটের জন্য পরিচিত এই ভেন্যু। এখানে টি-টোয়েন্টি ম্যাচেও বলে রানে করা হয়ে পড়ে কঠিন!

বাংলাদেশের অন্য ভেন্যুগুলোর অবস্থাও বিশেষ আলাদা কিছু নয়। আশরাফুলের মতে মন্থর উইকেটে খেলে পাওয়ার হিটিংয়ের তালিম নেওয়ার জায়গা আসলে সীমিত,  'ঘরোয়া কাঠামো কোথায়? আমাদের খেলোয়াড়রা প্রতি মৌসুমে কটা ম্যাচ খেলে? সবচেয়ে প্যাথেটিক ব্যাপার হচ্ছে আমরা এমন সব পিচে টি২০ খেলি যেখানে ১১৫ এবং ১২০ জেতার স্কোর হয়ে যায়। এসবের পর আমরা পাওয়ার হিটার নাই বলে কান্নাকাটি করি।'

আশরাফুলের মতে পাওয়ার হিটিং কেবল পেশিনির্ভর ব্যাপার নয়। ভালো উইকেট আর আদর্শ প্রক্রিয়া মানলে এই সংকটের সমাধান মিলবে,   'আপনাকে এমন উইকেট দিতে হবে যেখানে দলগুলো সহজে ২০০ করতে পারে। আমি মনে করি না পাওহার হিটার সব সময় পেশিশক্তি বা শারীরিক কাঠামোর উপর নির্ভর করে হয়। এটা একটা স্কিল যা আপনাকে প্রক্রিয়ার মাধ্যমে অর্জন করতে হয়।'

Comments

The Daily Star  | English
Grameen Bank ownership changes in Bangladesh

Grameen Bank ownership, board to see major changes 

The plan has been outlined in the draft of a new ordinance

2h ago