নেমেই মোস্তাফিজের ঝলক, দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না মুমিনুল

দ্বিতীয় দিনে বাকি বোলাররা যখন প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত, তখন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছে ডিউক বলের তালিম নিচ্ছিলেন মোস্তাফিজুর রহমান। সেই তালিম বোধহয় বেশ কাজে দিয়েছে। কারণ তৃতীয় ও শেষ দিনে বল হাতে নিয়ে প্রথম ওভারেই পেলেন ২ উইকেট। সব মিলিয়ে পেলেন ৩ উইকেট। তবে প্রস্তুতি ম্যাচে অস্বস্তি থেকে গেল বাংলাদেশের। রান খরায় থাকা মুমিনুল হক যে দ্বিতীয় ইনিংসেও মলিন!

অ্যান্টিগার কলিজ গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচটি অনুমিতভাবেই ড্র হয়েছে। বাংলাদেশের ৩১০ রানের জবাবে ৭ উইকেটে ৩৫৯ করে ইনিংস ছেড়ে দেয় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে আরও ২০ ওভার ব্যাট করে ১ উইকেটে ৪৭ রান তুলেন লিটন দাসরা।

প্রথম ইনিংসে ব্যাটিং অনুশীলন হয়ে যাওয়ায় দ্বিতীয় ইনিংসে আর নামেননি তামিম ইকবাল। তার বদলে মাহমুদুল হাসান জয়ের বদলে মুমিনুলকে পাঠানো হয় ওপেনিংয়ে। ১৬ বল টিকে এক বাউন্ডারিতে ৪ রান কর মুমিনুল এবার শিকার রান আউটে। প্রথম ইনিংসে কোন রান করতে না পারা মুমিনুলের দ্বিতীয় ইনিংসেও প্রস্তুতিটা হলো না। রান খরায় থাকা এই বাঁহাতি দূর করতে পারলেন না নিজের ও দলের অস্বস্তি।

এক সিরিজ পর দলে ফেরা মেহেদী হাসান মিরাজকেও দেওয়া হয়েছিল ব্যাটিং অনুশীলনের সুযোগ। তিনে নেমে ৫১ বলে তিনি করেছেন ৩২ রান।  ওপেনার জয় ৫৩ বলে অপরাজিত থাকেন ৯ রানে।

এর আগে ৪ উইকেটে ২০১ রান  নিয়ে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজের দলটি। আগের দিন সেঞ্চুরির আশা জাগানো জেরমি সলোজানো নব্বুইর ঘরে গিয়ে কাটা পড়েন। বল হাতে নিয়ে প্রথম বলেই তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোস্তাফিজ। দুই বল পর মোস্তাফিজ তুলে নেন জেরিমাহ লুইসকেও। জোড়া ধাক্কার পর অধিনায়ক ইয়ানিক ক্যারিয়াহ আর কলিন আর্চবাল্ড গড়েন কিছুটা প্রতিরোধ। ফিফটি পেরিয়ে ক্যারিয়াহও শিকার হন মোস্তাফিজের। ৬ ওভার বল করে ১ মেডেনসহ ৩৪ রান দিয়ে ওই তিন উইকেট মোস্তাফিজের।

৪০ করা আর্চবিল্ডকে ফেরান খালেদ আহমদ। এরপর আর কোন উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। নবম উইকেটে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়েন প্রেস্টন ম্যাকসুয়েন ও জোমেল ওয়ারিকন। প্রেস্টনও করেন ফিফটি। ওয়ারিকনের ব্যাট থেকে আসে ২১ রান।

১৬ জুন প্রথম টেস্টে নামার আগে বাংলাদেশের প্রস্তুতি হয়েছে গড়পড়তা। ব্যাটিংয়ে বড় রান পেয়েছেন মূলত তামিম, শান্ত দিয়েছেন ছন্দে ফেরার আভাস। চিন্তা বড় করেছেন মুমিনুল। বল হাতে সফল বলা যায় ইবাদত হোসেন আর মোস্তাফিজকে। বাকিদের পারফরম্যান্স ছিল সাদামাটা। আনকোরা ক্যারিবিয় ব্যাটারদের বিপক্ষে বেশ সংগ্রাম করতে হয়েছে তাদের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ওভারে ৩১০/৭ ( ইনিংস ঘোষণা)

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ প্রথম ইনিংস:  ১০৮ ওভারে ৩৫৯/৮ (ইনিংস ঘোষণা)  (আগের দিন ৬৬ ওভারে ২০১/৪) (চন্দরপল ৫৯, সলোজানো ৯২, ইমলাক ২৭, এথেনাজে ০, চেইস ৬, ক‍্যারিয়াহ ৫৬, লুইস, আর্চবিল্ড ৪০, প্রিস্টন ৫০, ওয়ারিকন ২১ ; ইবাদত ৩/৬৭, খালেদ ১/৫৩, রেজাউর ১/৫০, মিরাজ ০/৬৫, তাইজুল ০/৫৪, মোসাদ্দেক ০/৬, শান্ত ০/১৩, মুমিনুল ০/৯, মোস্তাফিজ ৩/৩৪, জয় ০/৪)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২০ ওভারে ৪৭/১  ( জয় ৯*, মুমিনুল ৪, মিরাজ ৩২* ; প্রিস্টন ০/৫, মারকুইনো ০/৩, লুইস ০/৮, জোমেল ০/৭, চার্লস ০/১৩, আর্চবিল্ড ০/১০)

ফল: ম্যাচ ড্র

Comments

The Daily Star  | English

BIDA provides clarification on LNG agreement with US firm

Non-binding heads of agreement with Argent LNG marks first step in negotiation

37m ago