পাঁচ হাজার স্পর্শ করেই বিদায় তামিমের
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেই মাইলফলকের কাছে চলে গিয়েছিলেন তামিম ইকবাল। মুশফিকুর রহিমের আগে প্রথম বাংলাদেশি পাঁচ হাজার রানের সীমানায় পৌঁছাতে এগিয়ে ছিলেন তিনিই। তবে অপেক্ষা কিছুটা বেড়ে যায়। তাকে পেছনে ফেলে দেন মুশফিক। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে সেই ঠিকানায় পৌঁছালেন তামিম।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিলেন তামিম। প্রথম টেস্টে করেছিলেন ১৩৩ রান। পাঁচ হাজার থেকে তাই ১৯ রান দূরে ছিলেন দেশের সফলতম ওপেনার।
বৃহস্পতিবার অ্যান্টিগায় প্রথম টেস্টের সপ্তম ওভারে কেমার রোচের বলে ডিপ মিডউইকেটে ফেলে তিন রান নিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রান স্পর্শ করেন অভিজ্ঞতম বাঁহাতি।
পাঁচ হাজার রান করতে তামিমের লাগল ৬৮ টেস্ট ও ১২৯ ইনিংস। ৮১তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছিলেন মুশফিক। সেদিক থেকে বাংলাদেশি ব্যাটারদের পাঁচ হাজারে দ্রুততম তামিম। টেস্টে তামিমের আগে পাঁচ হাজার রান করেছেন ৯৯ জন। তামিম তাই শততম ব্যাটার হিসেবে করলেন এই পরিমাণ রান।
তামিম যখন পাঁচ হাজারে পৌঁছান দলের অবস্থা তখন বেহাল। টস হেরে ব্যাট করতে নেমে ১৬ রানেই পড়ে যায় ৩ উইকেট। এক পাশে উইকেট পতনের মাঝে শুরু থেকেই তামিম ছিলেন সাবলীল। জেডন সিলসকে মিড উইকেট দিয়ে চার মেরে বাউন্ডারির খাতা খোলেন তিনি। পঞ্চম ওভারে রোচকে দুই চার মারেন দেখার মতো শটে। প্রথমটি কভার দিয়ে, পরেরটি ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ফ্লিক করে।
১৬ রানে ৩ উইকেট পড়ার পর থেকে লিটন দাসের সঙ্গে জুটি বেধে প্রতিরোধের চেষ্টা চালান তামিম। পাঁচ হাজার পেরুনোর পরই থেমেছেন। প্রথম ঘন্টার খেলার পর আলজেরি জোসেফের লেগ স্টাম্পের বাইরের বল তাড়া করে ক্যাচ দেন উইকেটের পেছনে। ৪৩ বলে তার ব্যাট থেকে আসে ২৯ রান। তামিমের পর ১২ রান করে ক্যাচ দিয়ে বিদায় নেন লিটনও। ২ বল খেলে কোন রান না করে কাটা পড়েন নুরুল হাসান সোহান। ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সবার আগে এক হাজার, দুই হাজার ও তিন হাজার রান করেন হাবিবুল বাশার সুমন। চার হাজার রানে প্রথম ছিলেন তামিম। পাঁচ হাজারে মুশফিক হন প্রথম।
Comments