টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নাসুমের অভিষেক
প্রায় আড়াই ঘণ্টা পরিচর্যার পর অবশেষে গায়নার মাঠ খেলার উপযোগী হয়েছে। বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় শুরু হবে ম্যাচটি। এর আগে ভাগ্য নির্ধারণী পরীক্ষায় জিতেছে টাইগাররা। টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান।
ভেজা মাঠ শুকানোর কাজে দেরি হওয়ায় কমে এসেছে ম্যাচের পরিধি। নয় ওভার করে কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ম্যাচটি হবে ৪১ ওভারে। চার জন বোলার আট ওভার করবেন। একজন বোলার সর্বোচ্চ নয় ওভার করতে পারবেন। প্রথম পাওয়ার প্লে ১ থেকে ৮ ওভার পর্যন্ত। দ্বিতীয় পাওয়ার প্লে ৯ থেকে ৩৩ ওভার পর্যন্ত। এবং তৃতীয় ও শেষ পাওয়ার প্লে ৩৪ থেকে ৪১ ওভার পর্যন্ত।
গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে এবার একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সে ম্যাচে পাঁচ উইকেটে হেরেছিল টাইগাররা। বাংলাদেশের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য ক্যারিবিয়ান পারি দেয় ১০ বল হাতে রেখেই। অধিনায়ক নিকোলাস পুরান ও কাইল মেয়ার্সের ব্যাটে সহজ জয় পায় দলটি।
তবে আশার কথা পছন্দের সংস্করণে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খেলা। এ সংস্করণে বরাবরই ভালো খেলে টাইগাররা। তবে এদিন নেই দলের দলের সেরা তারকা সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন তিনি। নেই উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমও। ১৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে তাকে ছাড়া খেলছে তারা।
সাকিবের অনুপস্থিতিতে অভিষেক হতে যাচ্ছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এর আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি সংস্করণে খেললেও এদিনই প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে যাচ্ছেন এ স্পিনার। সবমিলিয়ে ছয় ব্যাটার ও পাঁচ বোলার নিয়ে খেলছে বাংলাদেশ। এরমধ্যে তিনজন পেসার ও বাকি দুই জন স্পিনার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ দিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ, ব্রান্ডন কিং, কাইল মেয়ার্স, শামার ব্রুকস, নিকোলাস পুরান, রভমান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, অ্যান্ডারসন ফিলিপ, জেইডেন সিলস ও গুডাকেশ মতি।
Comments