গায়ানায় বাংলাদেশ দলের অন্যরকম ঈদ
বাংলাদেশের হয়ে খেলার জন্য দেশের বাইরে প্রায়ই ঈদ করতে হয় ক্রিকেটারদের। গত বছর ঈদুল আজহার সময় তারা ছিলেন জিম্বাবুয়েতে, এবার ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আমেরিকান দেশটিতে নিজেদের মতো সীমিত পরিসরে ঈদ উদযাপন করেই অবশ্য মাঠের খেলার কথা ভাবতে হচ্ছে তাদের।
গায়ানায় ৯ জুলাই (শনিবার) ছিল ঈদ। গায়ানার মুসলিম কমিউনিটির সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা কুইন্সটাউন কেন্দ্রীয় জামে মসজিদে আদায় করেন ঈদের নামাজ। এরপরই ছিল দলের অনুশীলন। রাতে বিসিবির আয়োজনে ক্রিকেটারদের জন্য ছিল স্পেশাল ডিনার।
বাংলাদেশে ঈদের দিন আজ (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে তামিম ইকবালের দল।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ ঈদ উপলক্ষে দেশের মানুষকে জানান শুভেচ্ছা, 'সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি, সবাই পরিবারের সঙ্গে ভালোভাবে ঈদের সময় কাটান এবং ঈদের আনন্দ আমরা সবার সঙ্গে ভাগাভাগি করি।'
নিজেরা পরিবার থেকে দূরে থাকলেও পেসার শরিফুল ইসলাম ভক্ত-সমর্থকদের পরিবার নিয়ে ঈদ উদযাপনের শুভকামনা দিয়েছেন, 'সবাইকে ঈদ মোবারক। সবাই সুস্থ থেকে পরিবারের সঙ্গে ঈদ পালন করুন, এটাই আমাদের চাওয়া।'
আরেক বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের কণ্ঠেও একই সুর, 'সবাইকে ঈদ মোবারক, সবাই পরিবার নিয়ে ঈদ উদযাপন করুন, এই আশা করি।'
গায়ানায় ঈদ উদযাপন ভালোভাবে হলেও দলের প্রস্তুতিতে আছে ঘাটতি। কুইন্সটাউনে গত কয়েকদিন ধরে চলা বৃষ্টির কারণে বাংলাদেশ দল ঠিকমতো অনুশীলন করতে পারেনি। প্রথম ওয়ানডেতে নামার আগে তাই অনুশীলন ঘাটতি নিয়ে কিছুটা অস্বস্তিতে তামিম।
এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে এখনো জয়ের মুখ দেখেছি বাংলাদেশ। দুই টেস্টে বিধ্বস্ত হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও একই দশা। বৃষ্টির কারণে প্রথম টি-টোয়েন্টি ভেস্তে যাওয়ার পর বাকি দুই ম্যাচে স্বাগতিকদের সঙ্গে লড়াই জমাতে পারেনি মাহমুদউল্লাহর দল।
Comments