গতি আর আগ্রাসনই মূল কথা, তাসকিনকে বুঝিয়েছেন ডোনাল্ড

taskin ahmed

গতির তোড়ে ব্যাটসম্যানদের ভড়কে দেওয়া, শরীরী ভাষায় ভরপুর ঝাঁজে ম্যাচের মোমেন্টাম বদলে দেওয়া- তাসকিন আহমেদের কাছে পেস বোলারদের চিরায়ত এই ধরণই চান কোচ অ্যালান ডোনাল্ড। এমন ধরণে খেলতে গিয়ে যদি খরুচেও হয়ে পড়েন তবে চিন্তা নেই।

দক্ষিণ আফ্রিকা সফরে চোটে পড়ে ছিটকে যাওয়ার পর গত ক'মাস ফেরার লড়াইয়ে ছিলেন তাসকিন। খেলতে পারেননি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি দিয়েই আবার লাল-সবুজ জার্সিতে ফিরছেন এই পেসার। সেন্ট লুসিয়া টেস্ট একদিন আগে শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার অনুশীলনে নামেন তাসকিনসহ সীমিত সংস্করণের দলের ক্রিকেটাররা।

একটা বিরতির পর ফিরে নিজেকে ছন্দ ফেরানোর চেষ্টা করছেন তাসকিন,  'প্রায় তিন মাস পরে টিমের সাথে একটা প্রোপার প্র্যাকটিস সেশন করলাম। ফিল্ডিং-বোলিং-ব্যাটিং সবকিছুই। প্রথমে একটু জড়তা লাগছিল। কিন্তু শুরু করার পর সবকিছু সুন্দরভাবে গিয়েছে, প্র্যাকটিস করার পর এখন ভালো লাগছে।'

দলের নিয়মিত অনুশীলন সেরেও ডোনাল্ডের সঙ্গে আলাদা করে কাজ করেছেন তাসকিন, নিয়েছেন প্রোটিয়া পেস কিংবদন্তির পরামর্শ। গণমাধ্যমের সঙ্গে আলাপে জানালেন, ডোনাল্ড তাকে বাতলে দিয়েছেন সোজা পথ,  'আমি আসলে ইনজুরি থেকে এসেছি, সুতরাং আমার ভূমিকা আসলে কি উনি সেটাই বোঝাতে চাচ্ছিলেন। "তুমি যেরকম বোলার তোমার ভূমিকা সবসময় গতিময় আর আক্রমণাত্মক হবে। কখনো কখনো খরুচে হবে, আবার কখনো কখনো একাই উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দেবে। কিন্তু তোমার ভূমিকা থেকে তুমি কখনোই সরে আসবে না। আস্তে আস্তে সুইং করানোর বোলার তুমি না। সুতরাং তুমি যেভাবে বল করো, সেভাবেই করতে থাকো। তাহলে আরো ভালো হবে, আমরা সামনে আরো কাজ করব।"'

Comments