খালেদের প্রথম ৫ উইকেটে চারশো ছাড়িয়ে থামল ওয়েস্ট ইন্ডিজ

Khaled Ahmed
ফাইল ছবি- এএফপি

আগের দিনই লিড একশো ছাড়িয়ে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাকি ৫ উইকেট নিয়ে লিডটা আরও অনেক বড় করার সম্ভাবনা ছিল তাদের। সেই পথে বাধা হলেন সিরিজে দারুণ বল করা খালেদ আহমেদ। টেস্টে প্রথমবার তার ৫ উইকেট শিকারে অবশেষে চারশো ছাড়িয়ে থেমেছে ক্যারবিয়ানরা।

রোববার সেন্ট লুসিয়ায় তৃতীয় দিনের শুরু থেকে ছিল বৃষ্টি বাগড়া। ৯ ওভার পর বৃষ্টিতে লম্বা সময় খেলা বন্ধ থাকে। এরপর শুরুর পর স্বাগতিকরা ৪০৮ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের ২৩৪ রান ছাপিয়ে তারা ১৭৪ রানের বড় লিড নিয়েছে।

আগের দিনের সেঞ্চুরিয়ান কাইল মেয়ার্স ফেরেন ১৪৬ রানে। তাকে সহ লেজ মুডে দিয়ে ১০৬ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নেন খালেদ।

বৃষ্টি শুরুর আগেই দুই উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই আসে সাফল্য। মেহেদী হাসান মিরাজের বলে সুইপ করতে গিয়ে ব্যর্থ হয়ে এলবিডব্লিউতে ফিরে যান থিতু থাকা জশুয়া দা সিলভা। মেয়ার্স এক পাশে রান বাড়াতে থাকলেও আলজেরি জোসেফও টিকতে পারেননি। তাকে ফিরিয়ে দেন খালেদ।

বৃষ্টির পর নেমেই বাউন্ডারিতে শুরু করা মেয়ার্স পরের ওভারে কাবু হন খালেদের স্লোয়ারে। বলের গতি টের না পেয়ে মিড অনে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

কেমার রোচ তবু রান বাড়িয়ে যাচ্ছিলেন। অ্যান্ডারসন ফিলিপও পেয়ে গিয়েছিলেন দুই চার। শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে থামেন ফিলিপ। তাকে অবশ্য রিভিউ নিয়ে ফেরাতে হয়।

খালেদ পরের ওভারেই জেডন সিলসকে তুলে মুড়ে দেন ইনিংস। ১৮ রানে অপরাজিত থেকে যান রোচ।

Comments