ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
লম্বা বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে বাংলাদেশ জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই পেস বোলিং অলরাউন্ডারের অপেক্ষার পালা বাড়তে যাচ্ছে আরও। পিঠের পুরনো চোট নতুন করে ভোগাতে শুরু করায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করা হচ্ছে না তার। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের জার্সিতে সাইফউদ্দিন শেষবার খেলেছিলেন গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু পিঠের চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত আসরের মাঝপথে ছিটকে যান তিনি। এরপর তিনি মাঠে ফেরেন গত ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে। সেখানে ব্যাটে-বলে আলো ছড়ানোয় ওয়েস্ট ইন্ডিজ সফরের সীমিত ওভারের সিরিজের দলে ডাক পান তিনি।
বাংলাদেশের টেস্ট দলে না থাকা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সদস্যদের আগামীকাল সন্ধ্যায় দেশ ছাড়ার কথা। তাদের মধ্যে ছিলেন সাইফউদ্দিনও। কিন্তু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বোলিংয়ের সময় ফের ব্যথা অনুভব করায় তার আর ওয়েস্ট ইন্ডিজগামী বিমানে চড়া হচ্ছে না।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন, 'যদিও সাইফউদ্দিন অনুশীলন করছেন, তবুও আমরা মনে করি এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের তীব্রতা মোকাবেলায় প্রয়োজনীয় বোলিং ফিটনেস স্তরে পৌঁছাতে পারেনি। সে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করবে কারণ সে তার পুনর্বাসন চালিয়ে যাবে এবং তার ফিটনেস নিয়ে কাজ করবে।'
সাইফউদ্দিনের ছিটকে যাওয়ার গুঞ্জন অবশ্য আগে থেকেই ছিল। এদিন সকালেও দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকাপে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছিলেন, 'সাইফউদ্দিনের ফিটনেস নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছে। আমাদের মেডিক্যাল টিম দুই ঘণ্টার জন্য সময় নিয়েছে পর্যবেক্ষণ করার।'
সাইফউদ্দিনের পরিবর্তে কাকে স্কোয়াডে যুক্ত করা হবে সেটা এখনও ঠিক করা হয়নি, 'সাইফউদ্দিন ছিটকে গেলে তার জায়গায় নতুন কাউকে নিতে হতে পারে। তবে ইতোমধ্যে শহিদুল ইসলাম, ইয়াসির আলী রাব্বিও চোটের কারণে নেই। তো কাকে নেওয়া যায়, তা আমাদের দেখতে হবে।'
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে স্বাগতিক ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে সফরকারী বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২ জুলাই। আর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১০ জুলাই থেকে।
Comments