ওয়ানডে সিরিজ থেকে মৌখিকভাবে ছুটি চেয়েছে সাকিব: পাপন
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানের না খেলা নিয়ে গুঞ্জন ছিল। সেই জল্পনা-কল্পনা সত্যি হওয়ার পথে রয়েছে। আগামী মাসে শুরু হতে যাওয়া সিরিজে খেলার পরিবর্তে ছুটি চেয়েছেন তিনি। ইতোমধ্যে সেটা মৌখিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে জানিয়েছেন।
বুধবার মিরপুরে বিসিবি কার্যালয়ে বোর্ড সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তারকা অলরাউন্ডার সাকিবকে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে না পাওয়ার ইঙ্গিত মিলেছে তার কথায়।
সাকিবের ছুটি চাওয়ার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, 'আমি এটা শুনেছি, জালাল ভাইকে (সাকিব) বলেছে যে ওয়ানডে সিরিজে না-ও খেলতে পারে। মানে আগেও বলেছে। ও যেহেতু আমাদের বা বোর্ডের সঙ্গে কিছু বলে নাই, তাই আমার ধারণা, হয়তো আজকে-কালকের মধ্যে কথা বলতে পারলে তখন বুঝতে পারব।'
তিনি যোগ করেছেন, 'বোর্ডকে অফিসিয়ালি কিছু জানায় নাই। তবে আপনি এটাকে অফিসিয়ালি বলতেও পারেন। মৌখিকভাবে জালাল ভাইকে বলেছে, আমি শুনেছি। জালাল ভাই বলেছে আমাকে। দেখি আসলে অবস্থাটা বুঝে নেই।'
সাকিব যে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে খেলবেন না সেটার আভাস পাওয়া গিয়েছিল আগেই। কিন্তু নির্বাচক, টিম ম্যানেজমেন্ট বা বিসিবি কর্মকর্তাদের কেউই আনুষ্ঠানিকভাবে এতদিন সেটা নিশ্চিত করেননি। উল্টো তাকে তিন সংস্করণের স্কোয়াডে রেখে দল ঘোষণা করে বিসিবি।
আগামী ১০ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই। সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ওয়ানডে সুপার লিগের অংশ নয়। তাই ভারতের মাটিতে ২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার ক্ষেত্রে এই সিরিজের কোনো গুরুত্ব নেই।
উল্লেখ্য, ক্যারিবিয়ান সফরে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে সাকিবের কাছে প্রশ্ন রাখা হয়েছিল ওয়ানডে সিরিজে খেলা-না খেলার বিষয়ে। সেসময় তির্যক জবাব দিয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। পাশে বসা বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে তিনি প্রশ্ন করেছিলেন, 'আমার নাম নেই?' উত্তরে মিডিয়া ম্যানেজার মাথা নাড়লে এরপর প্রশ্নকর্তা সাংবাদিকের উদ্দেশে সাকিব বলেন, 'আছে তো, তিন ফরম্যাটেই নাম আছে।' এটা বলেই হাসতে হাসতে সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে গিয়েছিলেন তিনি।
Comments