ওয়ানডেতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজ দলে করোনার হানা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নামার আগে ওয়েস্ট ইন্ডিজ দলে হানা দিয়েছে করোনাভাইরাস। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার কেমো পল।
তার জায়গায় ডাক পড়েছে আরেক পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ডের। এছাড়াও টি-টোয়েন্টি সিরিজ খেলা ওডেন স্মিথকেও ওয়ানডে স্কোয়াডে রিজার্ভ তালিকায় যুক্ত করে বিবৃতি দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বেশ ভালো বল করেছেন রোমারিও। তিন ম্যাচের সিরিজে নিয়েছেন ৬ উইকেট। ডমিনিকায় বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানে ক্যারিয়ার সেরা ৩ উইকেট নেন তিনি।
এবার নিজের ঘরের মাঠ গায়ানায় ওয়ানডে খেলার সুযোগ রোমারিওর।
আজ (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে। ১৩ ও ১৬ জুলাই একই ভেন্যুতে একই সময়ে হবে পরের দুই ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১৩ সদস্যের দল :
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ অধিনায়ক), শামার ব্রুকস, কিসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, অ্যান্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল ও জাইডেন সিলস।
রিজার্ভ: ওডেন স্মিথ
Comments