একাদশে এক বদল নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বৃষ্টির পর ভেজা মাঠের বাধা কাটিয়ে নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্বে হওয়া টস জিতেছে বাংলাদেশ দল। কোন দ্বিধা না করে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। গায়ানার মন্থর উইকেটে একাদশে পেসার তাসকিন আহমেদের বদলে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে রেখেছে সফরকারীরা।
গায়ানায় সকাল থেকেই ছিল ঝুম বৃষ্টি, প্রবল বর্ষণে ম্যাচ নিয়েই জেগেছিল শঙ্কা। তবে খেলা শুরু ঘন্টা দুয়েক আগে থেকে বৃষ্টি সরে দেখা দেয় ঝলমলে রোদ। তবে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে টস হতে পারেনি। স্থানীয় সময় ১টা ৪৫ মিনিট হয় টস। স্থানীয় সময় দুপুর ২টা ও বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হচ্ছে খেলা। টস ও ম্যাচ শুরু দেরিতে হলেও কোন ওভার কাটা যাচ্ছে না এই ম্যাচে।
বাংলাদেশের মতো একাদশে একটি বদল এসেছে ওয়েস্ট ইন্ডিজেরও। চোটে থাকায় কেমো পলের জায়গায় খেলছেন ডমিনিক ড্রিকস।
বৃষ্টি বাধায় ডমিনিকায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ভেস্তে গিয়েছিল। কয়েক দফার বৃষ্টির মধ্যে বাংলাদেশ ব্যাট করেছিল ১৩ ওভার। এরপর আর খেলা হয়নি। ডমিনিকায় এরপর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে কোরকম লড়াই ছাড়া ৩৫ রানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। গায়ানায় আজ শেষ ম্যাচে তাই বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ফ্লোরিডায় এর আগে দুই ম্যাচ জিতলেও ক্যারবিয়ান মাটিতে কখনো টি-টোয়েন্টি জেতা হয়নি বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নুরুল হাসান, শেখ মাহেদি, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, আকিল হোসেন, ব্রান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডমিনিক ড্রিকস, হেইডেন ওয়ালশ জুনিয়র।
Comments