আবেদন করতে না পারার ব্যর্থতায় পুড়ল বাংলাদেশ!
দ্বিতীয় দিনের শুরুতে দারুণ বল করে উইকেট পাওয়ার পরিস্থিতি তৈরি করেছিলেন ইবাদত হোসেন। কিন্তু তার বলে বাংলাদেশ উইকেট পেল না আবেদন করতে না পারার ব্যর্থতায়।
অ্যান্টিগায় শুক্রবার দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৫৩তম ওভারের শেষ বলের ঘটনা। ইবাদতের ভালো লেন্থে পড়া ভাল ছিল অফ স্টাম্পের সামান্য বাইরে। বল পিচড করে হালকা ভেতরে ঢুকে। সামনে এগিয়ে ঠেকাতে গিয়ে পরাস্ত হন এনক্রুমা বোনার।
অল্পের জন্য উইকেট এলো না ভেবে মাথায় হাত দেন কিপার নুরুল হাসান সোহান। কোন আবেদন করেননি বোলার-কিপার কেউ। পরে এলট্রা এজ প্রযুক্তির রিপ্লেতে দেখা যায় আবেদন করলে ফল পেতে পারত। রিভিউ নিলে তো নিশ্চিতভাবে ফেরাতে পারত বোনারকে।
ওই সময় উইকেট পেলে একশোর আগেই তিন উইকেট পড়ে যেত ওয়েস্ট ইন্ডিজের। বোনার থামতে পারতেন ১৪ রানে, পরে তিনি থামেন ৩৩ রান করে। ব্যাটে বল লাগা বাংলাদেশের কেউ টের না পাওয়ায় আক্ষেপ করা ছাড়া উপায় নাই।
টেস্টে কট বিহাইন্ড টের না পেয়ে বাংলাদেশের আবেদন করতে না পারা নতুন ঘটনা নয়। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজেও দেখা গেছে এই দৃশ্য।
আগের দিনের ২ উইকেটে ৯৫ রান নিয়ে নামা ক্যারিবিয়ানদের চেপে ধরে বাংলাদেশের পেসাররা। দিনের প্রথম ৫ ওভারে আসে মাত্র ২ রান। আসতে পারত উইকেটও।
ব্যাটিং ব্যর্থতায় ১০৩ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশকে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে দ্রুত উইকেট ফেলার বিকল্প নেই। বোলাররা ভাল বল করলেও কখনো ক্যাচ মিস, কখনো রিভিউ নিতে না পারা পুড়াচ্ছে তাদের।
বোনার আউট হতে পারতেন ২২ রানেও। এবার খালেদ আহমদের বলে স্লিপে ক্যাচ দিলেও ফিল্ডার নাজমুল হোসেন শান্ত চেষ্টা করতেই ভুলে যান।
দুইবার বেঁচে গিয়ে থিতু হয়ে গিয়েছিলেন এই ডানহাতি। বল হাতে নিয়ে তাকে থামান সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের আর্ম বল টের না পেয়ে বোল্ড হন বোনার। ৯৬ বলে তিনি করে যান ৩৩। ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গে পান ৬২ রানের জুটি।
Comments