অন্যতম সেরা লিটন যেকোনো পজিশনে ব্যাট করার সামর্থ্য রাখে: মাহমুদউল্লাহ

Liton Das
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

টেস্ট, ওয়ানডেতে ভীষণ ধারাবাহিক লিটন দাস। চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানও তার। তবে  টি-টোয়েন্টিতে সেই ধারাবাহিকতা নিয়ে আসতে পারেননি। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার প্রথম দুই ম্যাচে রান পাননি। তার ব্যাটিং পজিশনও বদল হচ্ছে ক্রমাগত। মাহমুদউল্লাহ রিয়াদ বললেন অন্যতম সেরা লিটন সব জায়গায় মানিয়ে নিতে পারেন।

বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া প্রথম ম্যাচে চার নম্বরে নেমে ১৪ বলে ৯ করে আউট হন লিটন। দ্বিতীয় ম্যাচে চোটের কারণে মুনিম শাহরিয়ার না থাকায় নামেন ওপেন করতে। প্রথম বলে বাউন্ডারি দিয়ে শুরু হলেও ফ্লিক করে ছক্কার চেষ্টায় তার ইনিংস থামেন ৪ বলে ৫ রানে।

এই দুদিন আলাদা দুই পজিশনে নামতে হয়েছে তাকে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে আবার খেলেছিলেন তিন নম্বরে। অর্থাৎ সবশেষ তিন ম্যাচেই খেলেছেন আলাদা তিন পজিশনে!

ধারাবাহিকতার ঘাটতি আর বিভিন্ন পজিশন নিয়ে প্রশ্নের জবাবে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক দিলেন ব্যাখ্যা,  'আমি বিশ্বাস করি এখনো লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। আপনি সবসময় চাইবেন আপনার সেরা ব্যাটসম্যানকে সমর্থন দিতে। লিটন টেস্ট, ওয়ানডেতে খুবই ভালো ব্যাটিং করছে, ধারাবাহিকতা ধরে রেখে খেলছে। টি–টোয়েন্টিতে হয়তো সেটা পারছে না। তবে সে আমাদের সেরা ব্যাটসম্যান। টি–টোয়েন্টিতে যে কোনো ব্যাটসম্যানের যে কোনো জায়গায় ব্যাটিং করার সামর্থ্য থাকতে হবে এবং লিটনের সেটা আছে।'

গত তিন ম্যাচ ধরলে তিন ম্যাচে আলাদা তিনটি ওপেনিং জুটি খেলিয়েছে বাংলাদেশ। সর্বশেষ বদলটি অবশ্য বাধ্য হয়ে। মুনিমের চোটে উপায় না দেখে আনা হয় বদল। তবে মাহমুদউল্লাহ বলছেন ওপেনিং নিয়ে চিন্তার কারণেও অস্থিরতায় ভুগছেন তারা,  'যেহেতু ওপেনিংয়ে আমরা ধারাবাহিক পারফরম্যান্স পাচ্ছি না সে জন্য একটু অদল–বদল অনেক সময় হতেই পারে। আমার মনে হয় দল হিসাবে আমরা ভালো খেলতে পারছি না। সেটারই প্রভাব পড়ছে সবকিছুতে।'

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

2h ago