টোকিও অলিম্পিকস, চতুর্দশ দিন: পদক জিতলেন যারা
টোকিও অলিম্পিকসের চতুর্দশ দিনে শুক্রবার নিষ্পত্তি হয়েছে ১১টি খেলার (অ্যাথলেটিক্স, বিচ ভলিবল, বক্সিং, সাইক্লিং ট্র্যাক, ফুটবল, হকি, কারাতে, মডার্ন পেন্টাথ্লন, ক্লাইম্বিং, টেবিল টেনিস ও রেসলিং) মোট ২৩টি ইভেন্টের।
এদিনও পদক তালিকার শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। ৩৬টি স্বর্ণ, ২৬টি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জসহ মোট ৭৯টি পদক নিয়ে এক নম্বরে আছে চীন। সবমিলিয়ে সর্বোচ্চ ৯৮টি পদক পেলেও ৩১টি সোনা জেতায় দুইয়ে আছে যুক্তরাষ্ট্র। তাদের রৌপ্য ৩৬টি ও ব্রোঞ্জ ৩১টি। তৃতীয় স্থানে থাকা স্বাগতিক জাপানের সংগ্রহ ২৪টি স্বর্ণ, ১১টি রুপা ও ১৬টি ব্রোঞ্জসহ মোট ৫১টি পদক।
অস্ট্রেলিয়া ও রাশিয়ান অলিম্পিক কমিটিকে (আরওসি) পেছনে ফেলে এদিন ফের চারে উঠে এসেছে গ্রেট ব্রিটেন। তাদের মোট ৫৮টি পদকের মধ্যে স্বর্ণ ১৮টি, রৌপ্য ২০টি ও ব্রোঞ্জ ২০টি। আরওসি আগের মতোই আছে পঞ্চম স্থান। ১৭টি সোনা, ২৩টি রুপা ও ২২টি ব্রোঞ্জসহ তাদের পদক সবমিলিয়ে ৬২টি। আরওসির সমান স্বর্ণ হলেও রউপ্যের সংখ্যায় পিছিয়ে থাকায় ছয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া। ১৭টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ২১টি ব্রোঞ্জসহ তাদের পদক মোট ৪৪টি।
ফুটবল
নারীদের ফুটবলে স্বর্ণ জিতে নিয়েছে কানাডা। ফাইনালের সুইডেনকে টাই-ব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে হারায় তারা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোল ড্র হিল। অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
অ্যাথলেটিক্স
আরও একটি স্বর্ণ পদক জিতেছেন ল্যামন্ত মার্সেল জ্যাকবস। পুরুষদের ৪x১০০ মিটার রিলেতে স্বর্ণ জিতেছে ইতালি। এদিন ৩৭.৫০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয় দেশটির স্প্রিন্টাররা। ০.০১ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছে গ্রেট ব্রিটেন। ব্রোঞ্জ পদক পেয়েছে কানাডা।
অ্যাথলেটিক্স
নারীদের ৪x১০০ মিটার রিলে ইভেন্টে স্বর্ণ জিতেছে জ্যামাইকা। ৪১.০২ সেকেন্ড সময় নিয়ে এ পদক জিতে নেয় তারা। তাদের চেয়ে ০.৪৩ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রেট ব্রিটেন জিতে নিয়ে ব্রোঞ্জ।
টেবিল টেনিস
পুরুষদের দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে চীন। ফাইনালে জার্মানিকে ৩-০ সেটে হারিয়ে এ পদক জয় করে দলটি। জাপান জিতেছে ব্রোঞ্জ।
অ্যাথলেটিক্স
নারীদের জ্যাভলিন থ্রোতে স্বর্ণ জিতেছেন চীনের লিউ শিয়িং। ৬৬.৩৪ মিটার নিক্ষেপ করে এ পদক জিতে নেন তিনি। পোল্যান্ডের মারিয়া আন্দ্রেজ্জিক পেয়েছেন রৌপ্য। তৃতীয় হয়েছেন অস্ট্রেলিয়ার কেলসি-লি বারবার।
স্পোর্টস ক্লাইম্বিং
নারী কম্বাইন্ডে স্বর্ণ জিতে নিয়েছেন স্লোভেনিয়ার জাঞ্জা গারনব্রেত। ৫.০০ নেট স্কোর করে প্রথম হন তিনি। জাপানের নোনাকা মিহো ৪৫.০০ নেট স্কোর করে হয়েছেন দ্বিতীয়। একই দেশের নগুচি আকিয়ো জিতেছেন ব্রোঞ্জ।
অ্যাথলেটিক্স
নারীদের ১৫০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন কেনিয়ার ফেইথ কিপিগন। ৩ মিনিট ৫৩.১১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন তিনি। গ্রেট ব্রিটেনের লরা মুইর তারচেয়ে ১,৩৯ সেকেন্ড সময় বেশি নিয়ে রৌপ্য জিতেছেন। নেদারল্যান্ডসের সাফিন হাসান জিতেছেন ব্রোঞ্জ পদক।
অ্যাথলেটিক্স
নারীদের ৪০০ মিটার স্প্রিন্টে বাহামাসের শাউনি মিলার-উইবো স্বর্ণ জিতেছেন। ৪৮.৩৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তিনি। ডমিনিক রিপাবলিকের মারিলেডি পৌলিনো ০.৪৪ সেকেন্ড বেশি সময়ে রৌপ্য পেয়েছেন। ব্রোঞ্জ জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্স।
রেসলিং - ফ্রিস্টাইল
নারীদের ৫৩ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন জাপানের মুকাইদা মায়ু। ফাইনালে চীনের প্যাং কুয়ানুকে ৩-১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন তিনি। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বেলারুশের ভানেসা কালাদজিনস্কায়া ও মঙ্গোলিয়ার বোলোর্তুয়া বাত-অচির।
অ্যাথলেটিক্স
পুরুষদের ৫০০০ মিটার ইভেন্টে স্বর্ণ জিতেছেন উগান্ডার জশুয়া চেপতেগি। ১২ মিনিট ৫৮.১৫ সেকেন্ড সময় নিয়ে রেস শেষ করে প্রথম হয়েছেন তিনি। কানাডার মোহাম্মদ আহমেদ জিতেছেন রৌপ্য। ব্রোঞ্জ পদক জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পোল চেলিম্প।
কারাতে
পুরুষদের একক কাতা ইভেন্টে স্বর্ণ জিতেছেন জাপানের কিয়ুনা রিও। ড্যামিয়েন হুগো কুইন্টেরোকে ২৮.৭২-২৭.৬৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নিয়েছেন তিনি। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতে নিয়েছেন তুরস্কের আলী সোফুওগ্লু ও মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিয়েল তোরেস গুতিরেজ।
কারাতে
নারীদের -৬১ কেজি কুমিতে স্বর্ণ জিতে নিয়েছেন সার্বিয়ার ইয়ভানা প্রেকোভিচ। ফাইনালে তিনি হারান চীনের উইন জিয়াওয়ানকে। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন তুরস্কের মার্ভে কোবান ও মিশরের গায়না লটফি।
রেসলিং - ফ্রিস্টাইল
পুরুষদের ১২৫ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যাবল স্টিভসন। ফাইনালে জর্জিয়ার গেনো পেত্রিয়াসভিলিকে ৩-১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নেন তিনি। ব্রোঞ্জ পদক পেয়েছেন ইরানের আমির হোসেন আব্বা জারি ও তুরস্কের তাহা আকগুল।
হকি
নারী হকিতে স্বর্ণ জিতে নিয়েছে নেদারল্যান্ড। ফাইনালে আর্জেন্টিনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নেয় তারা। ভারতকে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে গ্রেট ব্রিটেন।
মডার্ন পেন্টাথ্লন
নারী এককে গ্রেট ব্রিটেনের ক্যাট ফ্রেঞ্চ স্বর্ণ জিতে নিয়েছেন। তিনি সময় নিয়েছেন ১২ মিনিট ১৫.৩৪ সেকেন্ড। তার চেয়ে ১৫.০৩ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন লিথুনিয়ার লরা আসাদাউস্কাইতে। ব্রোঞ্জ পদক পেয়েছেন হাঙ্গেরির সারোলতা কোভাকস।
রেসলিং - ফ্রিস্টাইল
পুরুষদের ৭৪ কেজি স্বর্ণ জিতেছেন রাশিয়ান অলিম্পিক কমিটির জৌরবেক সিদাকোভ। ফাইনালে বেলারুশের মাগোমেদখাবিব কাদিমাগোমেদভকে ৩-১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নিয়েছেন তিনি। ব্রোঞ্জ পদক জিতে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাইল ড্যাক ও উজবেকিস্তানের বেকজ আব্দুরাখমানোভ।
সাইক্লিং - ট্র্যাক
পুরুষদের স্প্রিন্ট ইভেন্টের অল ডাচ ফাইনালে জেফরি হগল্যান্ডকে হারিয়ে স্বর্ণ পদক জিতে নিয়েছেন হ্যারি ল্যাভরেইসেন। রাশিয়ান অলিম্পিক কমিটির ডেনিস ডিমিত্রিয়েভকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছেন গ্রেট ব্রিটেনের জ্যাক চার্লিন।
অ্যাথলেটিক্স
নারীদের ২০ কিলোমিটার হাঁটা ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন ইতালির আন্তোনেলা পালমিসানো। ১ ঘণ্টা ২৯ মিনিট ১২ সেকেন্ড সময় নিয়ে রেস শেষ করে এ পদক জিতে নিয়েছেন তিনি। তারচেয়ে ২৫ সেকেন্ড বেশি সময় নেওয়ায় রৌপ্য পদকে সন্তুষ্ট থাকতে হয়েছে কলম্বিয়ার সান্দ্রা আরেনাসকে। ব্রোঞ্জ পেয়েছেন চীনের লিউ হং।
সাইক্লিং - ট্র্যাক
নারীদের ম্যাডিসন ইভেন্টে স্বর্ণ জিতেছে গ্রেট ব্রিটেন। ৭৮ পয়েন্ট নিয়ে এ পদক জিতে নেন ক্যাট আর্চিবাল্ড ও লরা কেনি। রৌপ্য পদক পেয়েছেন ডেনমার্কের আমিলি ডিডারিকসেন ও জুলি লিথ। রাশিয়ান অলিম্পিক কমিটির গুলানাজ খাতুন্তসেভা ও মারিয়া নোভোলোদস্কাইয়া জিতেছেন ব্রোঞ্জ।
বক্সিং
পুরুষদের হেভিওয়েট ইভেন্টে স্বর্ণ জিতেছেন কিউবার হুলিও সিজার লা ক্রুজ। ফাইনালে ৫-১ ব্যবধানে হারিয়েছেন রাশিয়ান অলিম্পিক কমিটির মুসলিম গাদঝিমাগোমেদোভকে। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন নিউজিল্যান্ডের ডেভিড নিকা ও ব্রাজিলের আবনের টিক্সিয়েরা।
বিচ ভলিবল
নারীদের ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার মারিয়াফি আর্টাকো ও টালিকুয়া ক্লাঞ্চিকে হারিয়ে ২-০ সেটে (২১-১৫ ও ২১-১৬) হারান যুক্তরাষ্ট্রের আলেক্স ক্লিনমান ও এপ্রিল রোজ জুটি। লাটভিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে সুইজারল্যান্ড।
অ্যাথলেটিক্স
পুরুষদের ৫০ মিটার হাঁটা প্রতিযোগিতায় বেশ হাড্ডাহাড্ডি লড়াই শেষে স্বর্ণ পদক জিতে নিয়েছেন পোল্যান্ডের ডেভিড টোমালা। ৩ ঘণ্টা ৫০ মিনিট ০৮ সেকেন্ড সময় নিয়ে এ রেসে প্রথম হন তিনি। তারচেয়ে মাত্র ০.৩৬ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন জার্মানির জনাথন হিলবার্ট। ৩ ঘণ্টা ৫০ মিনিট ৫৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছেন কানাডার ইভান ডুফেন্স।
Comments