সাকিবকে ছাড়াই দ. আফ্রিকায় ভালো করার বিশ্বাস হাবিবুলের

habibul bashar

নানা নাটকের পর শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। তবে তারপরও তাকে নিয়ে আলোচনার শেষ নেই। ঘুরেফিরে আসছে তার প্রসঙ্গ। তবে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে ছাড়াই দক্ষিণ আফ্রিকায় দল ভালো করতে পারবে বলেই বিশ্বাস করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার।

তিন ভাগে বিভক্ত হয়ে এবার দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ দল। শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ ছেড়েছে প্রথম দল। সেখানে দলের সঙ্গে ছিলেন হাবিবুল। শুক্রবার রাত ১১টায় যাবে দলের সবচেয়ে বড় অংশটি। এরপর শনিবার সকাল পৌনে ১১টায় রওনা হবে শেষ দল।

সাকিব না থাকায় স্বাভাবিকভাবেই বড় ধাক্কা টাইগারদের জন্য। তবে তাকে ছাড়াও বাংলাদেশ ভালো করতে পারবে বলে মনে করেন হাবিবুল, 'সাকিবকে অবশ্যই মিস করব। আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সাকিব দলে থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে। লম্বা সময় ধরে সে আমাদের সেরা পারফর্মারদের একজন। বিশ্ব ক্রিকেটে তার পাফরম্যান্স আমরা দেখেছি। তবে এখন আর এটা নিয়ে ভাবছি না। আমাদের যে দলটা আছে, ওদের নিয়েই ভাবছি। আমাদের বিশ্বাস, এই দলটা নিয়েই আমরা ভালো পারফর্ম করতে পারব।'

সবসময় দলের সেরা তারকাদের না পাওয়া যেতে পারে বলে মনে করেন এ নির্বাচক। তাই যারা রয়েছেন তাদের উপরই আস্থা রাখছেন তিনি, 'সব সময় আপনি সেরা খেলোয়াড়কে পাবেন না। তার জায়গায় যে খেলবেন, সে-ই এখন সেরা খেলোয়াড়। তাকে নিয়েই চেষ্টা করতে হবে। এর আগেও সেরা খেলোয়াড়দের ছাড়া আমাদের খেলতে হয়েছে এবং পারফর্মও করেছি। আমার বিশ্বাস, যারা দলে আছেন, তারা ভালো করতে পারবে।'

সাম্প্রতিক সময়ে দল ভালো করছে বলেই ভালো কিছুর প্রত্যাশা করছেন হাবিবুল, 'সাম্প্রতিক সময়ে যেভাবে পারফর্ম করছি আমরা, যে ফর্মে আছে বাংলাদেশ দল, সেই ফর্ম যদি ধরে রাখতে পারি, নিজেদের সেরাটা যদি দিতে পারি, ভালো কিছুর আশা আমরা করতেই পারি। সেই আশা নিয়েই যাচ্ছি যে অন্যান্য বারের চেয়ে আমরা ভালো করব এবার।'

এমনকি প্রোটিয়ারাও বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি, 'দক্ষিণ আফ্রিকার দলটা যথেষ্ট ভালো। কন্ডিশনও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। তবে আমাদের ওয়ানডের ফর্ম যদি দেখেন, একটু আশাবাদী তো হতেই পারি। সেই আশা নিয়েই যাচ্ছি। আমরা জানি যে, আমাদের কাজটা কঠিন হবে। ওরা ওদের সেরা দলটা নিয়েই আমাদের সঙ্গে নামছে। ওরা এবার মূল ভেন্যুতেই খেলাগুলো দিচ্ছে, মানে বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে।'

অবশ্য দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত বাংলাদেশের সাফল্য শূন্য। এর আগে ৬টি টেস্ট ও ১৪টি ওয়ানডে ম্যাচ খেলে কোনো জয় মিলেনি। এমনকি অনেক ম্যাচেই লড়াই ছাড়াই আত্মসমর্পণ করতে হয়েছে টাইগারদের।

Comments

The Daily Star  | English

Over 48,400 arrested in one month

Police have arrested over 48,400 people across the country over the last one month, according to data from the Police Headquarters.

12h ago