বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দেখা যাবে ২ ডলারে
স্বাগতিক হিসেবে বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজের সম্প্রচার স্বত্ব রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। তাদের কাছ থেকে স্বত্ব কিনলেও বাংলাদেশের কোনো চ্যানেলের কাছে এখনও বিক্রি করতে পারেনি বাংলাদেশেরই প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট। ফলে আসন্ন দুই টেস্টের সিরিজ বাংলাদেশের কোনো চ্যানেলে দেখা যাবে কিনা তা চূড়ান্ত হয়নি।
বাংলাদেশের সমর্থকদের একেবারে হতাশ হওয়ার অবশ্য কিছু নেই। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অনলাইন স্ট্রিমিংয়ে খেলা দেখার ব্যবস্থা রেখেছে। আইসিসি টিভির মাধ্যমে টেস্ট সিরিজটি উপভোগ করার জন্য ক্রিকেটপ্রেমীদের গুণতে হবে ২ ডলার।
অনলাইনে আন্তর্জাতিক ম্যাচ সরাসরি দেখার সুযোগ করে দিতে চালু হয়েছে আইসিসি টিভি। অনেক দিন ধরেই চলছে এই ব্যবস্থা। এবার সম্প্রচার নিয়ে ঝামেলা তৈরি হওয়ায় বাংলাদেশের ক্রিকেট ভক্তদের ব্যাট-বলের লড়াই দেখার উপায় হতে পারে এই আইসিসি টিভি।
আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর (https://app.icc.tv/signup) এই লিংকে গিয়ে মিলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই টেস্টের সিরিজ দেখার পাস। সেজন্য খরচ করতে হবে ২ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০০ টাকা)। এই অর্থ পরিশোধ করতে হবে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড, ভিসা কার্ড বা মাস্টার কার্ডের মাধ্যমে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসমাইল হায়দার মল্লিক দ্য ডেইলি স্টারকে বৃহস্পতিবার বলেছেন, 'বিসিবি চেষ্টা করছিল নিজেদের ফেসবুক পেজে সিরিজটি লাইভ করার। কিন্তু এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে। আমাদের ফেসবুক পেজটি যেহেতু জিওফেন্সিং (কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সেবা গ্রহণের প্রযুক্তি) করা নেই, সেহেতু বাংলাদেশের বাইরের অঞ্চল থেকেও তা দেখা যাবে। এতে অন্যান্য যারা সম্প্রচার স্বত্ব কিনেছে, তারা সেটা মানবে না। তারপরও আমরা দেখছি শেষ পর্যন্ত কিছু করা যায় কিনা। আপাতত আইসিসি টিভিই ভরসা।'
আর কয়েক ঘণ্টা পরই ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
Comments