বাংলাদেশের বিপক্ষে নামার আগে কঠিন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা

ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নামার আগে কঠিন এক পরিস্থিতির মধ্যে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজে সমস্যা না হলেও টেস্ট সিরিজে দলের সেরা বোলারদের পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় দূর হচ্ছে না টেস্ট অধিনায়ক ডিন এলগারের। তিনি জানান, কাগিসো রাবাদা, আনরিক নরকিয়ারা আইপিএল নাকি জাতীয় দল, কোনটা বেছে নিবেন তা এখনো জানাননি। তার মতে সেরা দল ছাড়া খেলতে নামাও হবে কঠিন। 

এবারের আইপিএলে দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ১১ ক্রিকেটার। এরমধ্যে আছেন দলের মূল বোলারদের প্রায় সবাই।  রাবাদা, নরকিয়া, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিদিরা আবার টেস্ট দলেরও সেরা পছন্দের তালিকায় থাকেন।

ব্যাটসম্যানদের মধ্যে আইপিএলে দল পাওয়াদের তালিকায় আছেন  রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্কাম, ডোয়াইন প্রিটোরিয়াস। যারাও টেস্ট খেলে থাকেন। আইপিএলে দল পাওয়া ডেভিড মিলার টেস্টে বিবেচনায় থাকেন না। আইপিএলের নিয়মিত মুখ কুইন্টেন ডি কক টেস্ট থেকে অবসরে গেছেন।

সমস্যা তৈরি হয়েছে আইপিএলের শুরুর দিকটায় বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ থাকায়। ১৮, ২০ ও ২৩ মার্চ ওয়ানডে সিরিজের পর ৩১ মার্চ থেকে শুরু হবে টেস্ট সিরিজ, শেষ হবে ১২ এপ্রিল।

আর এদিকে আইপিএল শুরু হবে ২৬ মার্চ। কাজেই টেস্ট সিরিজ খেললে রাবাদা, নরকিয়াদের আইপিএলের শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলা হবে না। এই ক্রিকেটাররা কোনটা বেছে নিবেন তা তাদের উপরই ছেড়ে দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। (সিএসএ)

টেস্ট অধিনায়ক এখানে দেখেন রাবাদাদের আনুগত্যের পরীক্ষা, 'খেলোয়াড়দের দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে আভাস দিতে হবে তারা আইপিএলে যাবে নাকি টেস্ট দলে খেলবে। খেলোয়াড়দের জন্য এটা বেছে নেওয়া কঠিন আমার মনে হয়। কিন্তু দেখা দরকার খেলোয়াড়দের আনুগত্য আসলে কোথায়।'

'তাদের ভুলে গেলে চলবে না জাতীয় দলের হয়ে খেলেই তারা আইপিএলে সুযোগ পেয়েছে, আইপিএলে খেলে জাতীয় দলে আসেনি।'

শেষ পর্যন্ত রাবাদারা না থাকলে লুথু সিম্পালা, ভিয়ান মুল্ডার, গ্লেটন স্টুরমানের নিয়ে পেস আক্রমণ সাজাতে হবে প্রোটিয়াদের। কিন্তু এলগার চাইছেন পুরো বিষয়টা যেন ঝুলিয়ে না রেখে পরিস্কার করা হয়, সেরাদের কাউকে না পেলে মাঠে নামা কঠিন বলেও জানান তিনি,  'আমার নিজের জন্য এটা জানা দরকার। তাহলে আমি মানসিকভাবে প্রস্তুত হতে পারব। আইপিএলের জন্য বাংলাদেশের বিপক্ষে আমি আমার বেশিরভাগ বোলারকে পাচ্ছি না। সে অনুযায়ী পরিকল্পনা করব।'

'যদি সেরাদের কাউকেই না পাই তাহলে তো খুব কঠিন হয়ে যায় ব্যাপারটা। সেরা দল ছাড়া ত নামতে পারি না। টেস্টের জন্য সেরা দলই আমি চাই। যদি কাউকে না পাওয়া যায় তাহলে বসে আমাদের বিষয়টি আলাপ করতে হবে।'

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

6h ago