প্রথম ১০ ওভারে তামিম-লিটনের ৪৫ ডট
অতি সাবধানী কায়দায় ব্যাট করছেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। মেঘের আনাগোনার মাঝে বাউন্সি উইকেটে প্রান্ত বদল করতে ভুগছেন তারা। ফলে বাংলাদেশের রানের চাকা ঘুরছে খুবই ধীর গতিতে।
শুক্রবার সেঞ্চুরিয়নে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে মোকাবিলা করছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীদের সংগ্রহ ১৩ ওভারে বিনা উইকেটে ৩৯ রান। রান রেট তিনের একটু ওপরে। ক্রিজে আছেন অধিনায়ক তামিম ৩৬ বলে ১৭ ও লিটন ৪২ বলে ২১ রানে।
প্রথম পাওয়ার প্লেতে তামিম ও লিটন স্কোরবোর্ডে জমা করেন ৩৩ রান। যদিও তারা কোনো বিপদ ঘটতে দেননি, তবে তাদের জুটিতে রান আসছে না প্রত্যাশা অনুসারে। ইনিংসের প্রথম ১০ ওভারে দুজনে মিলে ডট বল খেলেন ৪৫টি।
পাওয়ার প্লেতে বাউন্ডারি এসেছে মাত্র চারটি। বাঁহাতি তামিমের ব্যাট থেকে একটি করে ছক্কা ও চার। ছন্দে থাকা ডানহাতি লিটন মেরেছেন দুটি চার। তাদের সকল মনোযোগ যেন ইনিংসের শুরুতে উইকেট না হারিয়ে টিকে থাকার দিকে।
সহায়ক উইকেট পেয়ে শুরুতে আঁটসাঁট বল করছেন প্রোটিয়া পেসাররা। লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনরা খুব বেশি সুযোগ দিচ্ছেন না। ফলে রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে তামিম-লিটনকে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে ১৯ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে একটিতেও জিততে পারেনি টাইগাররা।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
কাইল ভেরেইনা, ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, আন্দিল ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি।
Comments