দল ভালো করায় আত্মবিশ্বাস পাচ্ছে নির্বাচক প্যানেল, জানালেন মিনহাজুল

Minhajul Abedin Nannu

দল খারাপ করলে সমালোচনায় আঁচটা ভালোভাবেই টের পান মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচক প্যানেল। গত বছর যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল নির্বাচকদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে পাওয়া জয়ের পর প্রধান নির্বাচক মিনহাজুল জানালেন, এমন জয় তাদেরকেও দিচ্ছে আত্মবিশ্বাস।

শুক্রবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে হাজির হয়ে দলের এই নৈপুণ্যে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেন মিনহাজুল, 'এই দলের অংশ হিসেবে অসম্ভব ভালো লাগছে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। আমরা আন্ডারডগ হিসেবে শুরু করেছিলাম। এই পারফরম্যান্স আগামীতে আরও ভালো খেলার জন্য সাহস যোগাবে। পুরো দলের যে প্রচেষ্টা…দুর্দান্ত।'

প্রধান নির্বাচক জানান, নতুন পাওয়া আত্মবিশ্বাসে টি-টোয়েন্টিতেও ফল পাওয়া শুরু করবেন তারা,  'দল ভালো খেললে আমাদের প্যানেল অবশ্যই আত্মবিশ্বাস পায়। গত দুই বছরে আমরা অনেক ওয়ানডে সিরিজ জিতেছি। ওয়ানডে দলের একটা ভারসাম্য আছে। যেটা টি-টোয়েন্টিতে এখনও পারিনি। টেস্টে নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে এসেছি।'

'আস্তে আস্তে টি-টোয়েন্টি নিয়েও কাজ করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জয় অবশ্যই মানসিকভাবে আমাদের বুস্ট আপ করেছে। এই প্রক্রিয়ার মধ্যে থাকলে অন্যান্য ফরম্যাটেও ভালো কিছু হবে।'

এই সফরে একটা সময় যাওয়ারই কথা ছিল না সাকিবের। সেই সাকিবই প্রথম ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা। মিনহাজুল আশা আছেন এখন থেকে নিয়মিতই দলে পাওয়া যাবে সাকিবকে, 'সেরা খেলোয়াড়ের সেরা পারফরম্যান্স। এটা নিয়ে কোন সন্দেহ নেই। সে যদি পুরোটা সময় এভেইলেবল থাকে তাহলে দলের জন্য, দেশের জন্য ভালো।'

Comments

The Daily Star  | English

Israel will take all of Gaza: PM

Strikes kill 52 more; WHO chief says 2 million 'starving'

5h ago