দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবে সাকিব: বোর্ড প্রধান
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে সাকিব আল হাসানের খেলতে না চাওয়া নিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে চলছিল জল্পনা-কল্পনা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন উড়িয়ে দিলেন শঙ্কার সমস্ত দোলাচল। আইপিএলে দল না পাওয়ায় প্রোটিয়াদের মাটিতে আসন্ন টেস্ট সিরিজে সাকিবের না খেলার কোনো কারণ দেখেন না তিনি।
সোমবার বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের পর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়ানডে সিরিজের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার মাটিতে আসন্ন টেস্ট সিরিজেও সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
বোর্ড প্রধান নাজমুল বলেন, আইপিএলে সুযোগ না পাওয়ায় বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব খেলবেন সামনে থাকা টেস্ট সিরিজে, 'সাকিব একটা চিঠি দিয়েছিল। ও ছয় মাসের জন্য টেস্ট থেকে বিশ্রাম চেয়েছিল। পরে ওকে যখন ডেকে জিজ্ঞেস করলাম, তখন সে বলল, আইপিএলের জন্য দুটি সিরিজ খেলতে চায় না। একটা হলো দক্ষিণ আফ্রিকা, আরেকটা শ্রীলঙ্কা। তখন আমি তাকে বলেছিলাম, শ্রীলঙ্কার সঙ্গে খেলতে হবে। তখন সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। যেহেতু এখন আইপিএল নেই, আইপিএলে সে যাচ্ছে না, তাহলে আমি তো কারণ দেখছি না যে কেন সে দক্ষিণ আফ্রিকায় (টেস্ট) খেলবে না।'
এরপর পাল্টা প্রশ্ন ছোঁড়েন তিনি, 'ও তো ওয়ানডে খেলতে যাচ্ছে। তো টেস্ট খেলবে না? এটা কী বলেন? আমার ধারণা, ও খেলবে।'
ধারণার প্রসঙ্গ তোলায় ফের তৈরি হয় অস্পষ্টতা। সেসময় বিসিবি সভাপতি দেন সাকিবের টেস্ট সিরিজে খেলার নিশ্চয়তা, 'আজকে দূর থেকে কথা হয়েছে (জৈব সুরক্ষা বলয়ের কারণে)। আমি ওকে বললাম, দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলে আসার পর তোমার সঙ্গে কথা হবে। ও হেসে বলল, আপনি যা বলেন। এখন পর্যন্ত আমি যা যা জানি, ও খেলবে। একবারও তো বলেনি যে খেলবে না। এরপর কেন এই কথাটা আসছে আমি জানি না। আমি বললাম, ও খেলবে। আমি একটা জিনিস আগেও পরিষ্কার করে বলেছি, যে কোনো খেলোয়াড় যদি কোনো সংস্করণে খেলতে না চায়, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আগে বলতে হবে। যেহেতু আইপিএলে যাচ্ছে না, আমি আর কোনো সুযোগই দেখি না (টেস্ট না খেলার)।'
এর আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সাকিবের সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি নাজমুল। সেখানে সাকিবের কাছে টেস্ট নিয়ে তার আগামী এক বছরের পরিকল্পনা জানতে চাওয়া হবে। তবে দুপুর গড়িয়ে সন্ধ্যা গড়াতেই এসেছে সাকিবের দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে খেলার পাকা খবর।
আগামী মাসে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল। ২০১৭ সালের পর প্রোটিয়াদের মাটিতে এটাই হবে টাইগারদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। ১৮ মার্চ শুরু হয়ে সিরিজটি চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
Comments