৪৮ ঘণ্টায় ১৬৭০ কি. মি. সাইকেল চালিয়ে ৪ বাংলাদেশির গিনেজ রেকর্ড
বাংলাদেশি সাইক্লিস্টদের একটি দল ৪৮ ঘণ্টায় ১ হাজার ৬৭০ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছেন।
বিশ্ব রেকর্ড করা এই সাইক্লিস্টরা হলেন, দ্রাবিড় আলম, তানভীর আহমেদ, মো. আলাউদ্দিন ও রাকিবুল ইসলাম। ৪৮ ঘণ্টায় রিলে পদ্ধতিতে তারা ১৬৭০ দশমিক ৩৩৪ কিলোমিটার সাইক্লিং করেছেন। তবে তারা কেউ পেশাদার সাইক্লিস্ট নন। তাদের দলের নাম টিম বিডিসি। ঘূর্ণিঝড় আজওয়াদের সময় বৈরি আবহাওয়ার মধ্যে ঢাকার পূর্বাচলে ৮-১০ ডিসেম্বর তারা সাইক্লিংয়ে রেকর্ড করেন।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ শনিবার তাদের ওয়েবসাইটে জানায়, এই দলটি গত ১০ ডিসেম্বর ঢাকায় সাইক্লিংয়ের রেকর্ডটি নিজেদের করে নিয়েছে।
টিম বিডিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৪৮ ঘণ্টার সাইক্লিং ছয়টি ক্যামেরায় রেকর্ড করা হয়। জিপিএস দিয়ে তথ্য সংগ্রহ করা হয়। প্রচুর ছবিও তোলা হয়। এর বাইরেও ১৩ জন প্রত্যক্ষদর্শী ও সার্ভায়ারের সাক্ষ্য প্রায় এক মাস সময় ধরে যাচাইয়ের পর গতকাল গিজেন কর্মকর্তা চূড়ান্ত সিদ্ধান্ত নেন।'
চার সাইক্লিস্টের একজন রাকিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, চ্যালেঞ্জ নেওয়ার আগে খাতা কলমে হিসাব কষেছি। শুরু থেকেই উত্তেজনার পাশাপাশি স্নায়ুচাপও ছিল। ৪৮ ঘণ্টা না ঘুমিয়ে শীতের রাতে বৃষ্টি উপেক্ষা করে দ্রুত গতিতে সাইকেল চালিয়ে যেতে হয়েছে। কিন্তু সব বাধা অতিক্রম করতে আমরা শারীরিক ও মানসিকভাবে তৈরি ছিলাম।
প্রস্তুতি পর্ব সম্পর্কে তিনি বলেন, দলের সদস্যরা তাদের বাড়তি মেদ ঝরিয়েছে। হিসাব করে খেয়েছে আর কঠোর অনুশীলন করেছে। সঙ্গে ছিল সাইক্লিস্ট কমিউনিটি আর স্পন্সরদের সহযোগিতা। প্রবল চেষ্টায় আমরা দেশকে গর্বিত করেছি।
Comments