১৭তম রোমান সানা, মিক্সড টিমে শেষ ষোলোতে বাংলাদেশ

ruman and diya

টোকিও অলিম্পিকে আর্চারিতে প্রথম দিনটা দারুণ কেটেছে বাংলাদেশের। সকালে মেয়েদের রিকার্ভে র‌্যাঙ্কিং রাউন্ডে অংশ নিয়ে ৩৬তম হয়েছেন দিয়া সিদ্দিকি। এরপর পুরুষ বিভাগে ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ১৭তম হয়েছেন দেশ সেরা আর্চার রোমান সানা। এছাড়া মিক্সড টিমে এ জুটি জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে।

৭২০ পয়েন্টের মধ্যে ৬৬২ স্কোর করেছেন রোমান। যেখানে দিয়ার সংগ্রহ ছিল ৬৩৫ পয়েন্ট। রিকার্ভ মিক্সড টিমে রোমান এবং দিয়ার দ্বৈত জুটি ১৬তম স্থান দখল করে। তাদের সংগ্রহ ১২৯৭ পয়েন্ট।

মিক্সড ইভেন্টে শেষ ষোলো নিশ্চিত করলেও সামনে কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে তারা। আগামী ২৬ জুলাই র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করতে হবে তাদের। এদিন ১৩৬৮ পয়েন্ট নিয়ে প্রথম স্থান নিশ্চিত করে কোরিয়ান দলটি।

ব্যক্তিগত ইভেন্টে এদিন শুরুটা দারুণ ছিল রোমানের। প্রথম ৩৬টি তীরে সংগ্রহ করেন ৩৩৭ পয়েন্ট। তখন অষ্টম স্থানে ছিলেন এ আনসার। কিন্তু পরের ৩৬ তীরে স্নায়ু চাপ সামলে রাখতে পারেননি তিনি। পেয়েছেন ৩২৮ পয়েন্ট। যে কারণে পিছিয়ে পড়েন তিনি।

আগামী ২৭ জুলাই প্রথম রাউন্ডের ম্যাচে খেলবেন রোমান। সেখানে তার প্রতিদ্বন্দ্বী গ্রেট ব্রিটেনের টম হল। এদিন ৬৪৯ পয়েন্ট নিয়ে ৪৮তম স্থানে থেকে শেষ করেছেন এ ব্রিটিশ আর্চার।  

একই দিনে বেলারুশের দিওমিনস্কায়া কারিনার মোকাবেলা করবেন দিয়া। এদিন ২৯তম হয়েছেন বেলারুশের এ তীরন্দাজ। তবে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ৩১তম, যেখানে দিয়া অবস্থান করছেন ১৫৫ নম্বরে।

এদিন ২৫ বছরের পুরোনো অলিম্পিক রেকর্ড ভেঙেছেন দক্ষিণ কোরিয়ার আন সান। ৬৮০ পয়েন্ট পেয়ে র‌্যাঙ্কিংয়ে প্রথম হয়েছেন তিনি। এর আগে ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে ৬৭৩ পয়েন্ট অর্জন করেছিলেন ইউক্রেনের লিনা হেরাসিমেনকো।

Comments