ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে টানা ৮ দিন ঈদের বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

পবিত্র ঈদুল আজহার ছয়দিন বন্ধ ও শুক্রবার সাপ্তাহিক ছুটি বন্ধ থাকার পর আবারও  শনিবার (১৬ জুলাই) ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার আছে স্বাভাবিক।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ হারুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ঈদুল আযহা উপলক্ষে ৯ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া ৮ জুলাই শুক্রবার ও ১৫ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে আজ থেকে বন্দর দিয়ে আবারো পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।'

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, 'ঈদুল আযহা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের সব কার্যক্রম চালু ছিল। এসময় আমদানিকারকরা বন্দরের আটকে পড়া পণ্য খালাস করতে পেরেছে।'

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

2h ago