হাওর-দ্বীপ-চরে সরকারি ব্যাংক কর্মকর্তাদের সর্বোচ্চ ভাতা ৫০০০ টাকা

Government logo

হাওর, দ্বীপ ও চরের সরকারি বাণিজ্যিক ব্যাংকে কর্মরতরা দায়িত্ব পালনকালে গ্রেড ভেদে মাসে ১৬৫০ থেকে ৫০০০ টাকা ভাতা পাবেন।

আজ বৃহস্পতিবার ব্যাংকিং বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আজ থেকে এ ভাতা কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, ১৬টি উপজেলায় এ ধরনের এলাকায় কর্মরত রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীরা এই ভাতা পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ গ্রেডের কর্মীরা পাবেন ১৬৫০ টাকা, ১৯ গ্রেডের ক্ষেত্রে ১৭০০ টাকা, ১৮ গ্রেডে ১৭৬০ টাকা, ১৭ গ্রেডে ১৮০০ টাকা, ১৬ গ্রেডে ১৮৬০ টাকা, ১৫ গ্রেডে ১৯৪০ টাকা, ১৪ গ্রেডে ২০৪০ টাকা, ১৩ গ্রেডে ২২০০ টাকা, ১২ গ্রেডে ২২৬০ টাকা, ১১ গ্রেডে ২৫০০ টাকা, ১০ম গ্রেডে ৩২০০ টাকা, ৯ম গ্রেডে ৪৪০০ টাকা, ৮ম গ্রেডে ৪৬০০ টাকা এবং ১ থেকে ৭ম গ্রেডের কর্মকর্তারা পাবেন ৫০০০ টাকা।

Comments

The Daily Star  | English

BNP will form national government if elected: Fakhrul

"If we are elected, we will not run the country alone... So, where is the problem? Where is the doubt?" said Fakhrul at a discussion

1h ago