মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং চালু করল রাকাব

মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। এর মাধ্যমে গ্রাহকরা তাদের স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।

আজ বুধবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এই সেবা উদ্বোধন করেন।

এ উপলক্ষে এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শেখ মোহাম্মদ সলীম উল্লাহ ব্যাংকগুলোকে দক্ষতা বৃদ্ধি ও মুনাফা অর্জনে নতুন উপায় বের করতে পরামর্শ দেন এবং জনকল্যাণে যুক্ত হতে বলেন।

তিনি বলেন, 'সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সে জন্য সরকারকে কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে হবে এবং তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আর, কর্মক্ষম জনগোষ্ঠীর ক্ষমতায়নে ব্যাংকগুলোর বড় ভূমিকা আছে।'

রাকাবের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাকাবের চেয়ারম্যান রাইসুল আলম মন্ডল, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ ও রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল।

Comments

The Daily Star  | English

CSA to be replaced with new Cyber Protection Act: Asif Nazrul

The interim government is set to replace the Cyber Security Act with a proposed Cyber Protection Act, Law Adviser Asif Nazrul said today

16m ago