বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের অভিষেক

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নবনির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠান। ছবি: সৌজন্য

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা এর নবনির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান। এ ছাড়াও কাউন্সিলের সদস্য ব্যাংকের নির্বাহী পরিচালক, বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক এবং ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী ছাইদুর রহমান চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সামর্থ্য সৃষ্টি করতে প্রশাসনের পাশাপাশি নবনির্বাচিত কাউন্সিলের পরিষদকেও কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কাউন্সিলের সদস্যদের মধ্যে বক্তব্য দেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, নির্বাহী পরিচালক ওবায়দুল হক, জিএম মাকছুদা বেগম ও মো. আবুল কালাম।

অভিষেক অনুষ্ঠানের শুরুতে পুরাতন পরিষদকে বিদায় ও নবনির্বাচিত পরিষদকে বরণ করে নেওয়া হয়। পুরাতন পরিষদের বিদায়ী সাধারণ সম্পাদক শাহারিয়ার সিদ্দিকী এবং নবনির্বাচিত পরিষদের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ যথাক্রমে বিদায়ী ও শুভেচ্ছা বক্তব্য দেন।

উল্লেখ্য, গত ৩০ মার্চ, ২০২২ তারিখে অনুষ্ঠিত কাউন্সিল নির্বাচনে সভাপতি পদে মহাব্যবস্থাপক এইচ. এম দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি পদে যুগ্মপরিচালক তানভীর আহমেদ ও উপমহাব্যবস্থাপক জয়দেব চন্দ্র বণিক, সাধারণ সম্পাদক পদে যুগ্মপরিচালক এ. কে. এম. মাসুম বিল্লাহ, সহ-সাধারণ সম্পাদক পদে যুগ্মপরিচালক গোলাম মোস্তফা শ্রাবণ ও যুগ্ম পরিচালক এ. ইউ. এম. মান্না ভূইয়া, কোষাধ্যক্ষ পদে যুগ্ম পরিচালক মো. জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক পদে উপ পরিচালক তানবীর এহসান শোভন, প্রচার সম্পাদক পদে উপ পরিচালক মো. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে উপপরিচালক মো. তৌফিকুর রহমান, সদস্য পদে উপপরিচালক মনসুর আহম্মেদ রনি, সহকারী পরিচালক শারমিন আক্তার স্মৃতি, সহকারী পরিচালক শারমিন সুলতানা তুষা, উপপরিচালক মো. সাগর সরকার ও সহকারী পরিচালক সাবেকুন নাহার শিরিন জয়লাভ করেন।

Comments

The Daily Star  | English
100 days of interim govt: Major steps taken towards a ‘new Bangladesh’

100 days of govt: Major steps taken towards a ‘new Bangladesh’

Despite numerous challenges, the interim government over the last 100 days has taken many timely and significant steps that align with the vision of building a “new Bangladesh”, observed Transparency International Bangladesh yesterday.

8h ago