ডিজিটাল পদ্ধতিতে মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ

খেলাপি ঋণ, ব্যাংক, বাংলাদেশ ব্যাংক,
স্টার অনলাইন গ্রাফিক্স

ডিজিটাল পদ্ধতিতে ১০০ কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই স্কিমের আওতায় ডিজিটাল পদ্ধতিতে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগের নাম দিয়েছে ডিজিটাল ক্ষুদ্র ঋণ। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ই-ওয়ালেটের মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে।

ডিজিটাল ক্ষুদ্রঋণ বিতরণকারী সব তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই ঋণ বিতরণ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এই স্কিম থেকে প্রথমে ৫০ কোটি টাকা বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে বিতরণ করা ঋণের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হওয়া সাপেক্ষে দ্বিতীয় পর্যায়ে আরও ৫০ কোটি টাকার পুনঃঅর্থায়ন করা হবে। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় পুনঃঅর্থায়নের পরিমাণ বাড়ানো হবে।

গ্রাহক পর্যায়ে সুদের হার হবে ৯ শতাংশ। ঋণ গ্রহণের ৬ মাসের মধ্যে গ্রাহককে তা পরিশোধ করতে হবে।

Comments

The Daily Star  | English

4 killed as bus, pickup collide in Tangail

The accident briefly disrupted traffic on the road, but the situation was brought under control by the police soon after

47m ago