কার্ডে আন্তঃব্যাংক লেনদেনের চার্জ নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

atm_card_19oct21.jpg
ছবি: সংগৃহীত

কার্ড ব্যবহার করে আন্তঃব্যাংক লেনদেনের চার্জ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতায় এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) ব্যবহার করে টাকা উত্তোলন করলে প্রতি লেনদেনে ভ্যাটসহ সর্বোচ্চ ২০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।

নগদ উত্তোলনের ক্ষেত্রে ২০ টাকার মধ্যে গ্রাহককে দিতে হবে ১৫ টাকা এবং কার্ড ইস্যুকারী ব্যাংক দেবে ৫ টাকা।

এ ছাড়া, এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের পস (পয়েন্ট অব সেল) ব্যবহার করে মার্চেন্ট পেমেন্ট করলে মোট লেনদেনের অন্যূন ১ দশমিক ৬ শতাংশ এমডিআর (মার্চেন্ট ডিজকাউন্ট রেট) দিতে হবে। এর মধ্যে আইআরএফ (ইন্টারচেঞ্জ রিইমবার্সমেন্ট ফি) বাবদ ১ দশমিক ১ শতাংশ কার্ড ইস্যুকারী ব্যাংক দেবে। ইন্টারনেট ব্যাংকিংয়ের আওতায় এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তহবিল স্থানান্তর করলে প্রতি লেনদেনে গ্রাহককে সর্বোচ্চ ১০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট গতকাল সোমবার এসব নির্দেশনা দেয়।

Comments

The Daily Star  | English

'A conspiracy is brewing somewhere'

Says Tarique, urges BNP men not to use titles like 'Desh Nayak' or 'Rastra Nayak' before his name

1h ago