ইউনিয়ন ব্যাংকে চেক দিয়ে মেলানো হলো ভল্টের নগদ টাকার হিসাব
ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় চেক দিয়ে ভল্টের নগদ টাকার হিসাব মেলানোর অনিয়ম পাওয়া গেছে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল এ অনিয়ম পান।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ওই দিন সকালে ব্যাংকের কাজ শুরুর আগে রুটিন পরিদর্শনের অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখায় যায় পরিদর্শক দল। এ সময় তারা দেখতে পান ভল্টে ৩১ কোটি টাকা থাকার কথা থাকলেও ছিল ১২ কোটি টাকা। বাকি অর্থ চেকে রাখা, যা ব্যাংকারদের মতে শাস্তিযোগ্য অনিয়ম।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপত্র আজ বুধবার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'ব্যাংকে শাখার ভল্টে নগদ টাকার হিসেবে কিছু গরমিল পাওয়া গেছে। যে টাকা থাকার কথা ছিল তা ছিল না, এর পরিবর্তে চেক ছিল।'
বাংলাদেশ ব্যাংক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে জানতে ইউনিয়ন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
Comments