খাদ্য খাতে মূল্যস্ফীতি কমেছে: বিবিএস
সম্প্রতিকালে বাজারে খাদ্যদ্রব্যের দাম বাড়লেও সরকারের পরিসংখান এজেন্সি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে এপ্রিল মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি ১০ বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৪ পয়েন্টে। তার আগের মাসে এই হার ছিল ৬ দশমিক ৩৪ পয়েন্ট।
বুধবার রাতে বিবিএস এই হিসাব প্রকাশ করেছে।
তবে খাদ্যবহির্ভুত খাতে মূল্যস্ফীতি ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৯ পয়েন্টে। যা আগের মাসে ছিল ৬ দশমিক ০৪ পয়েন্ট।
সব মিলিয়ে এপ্রিল মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ২৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৬ দশমিক ২২ শতাংশ।
বিবিএস ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতির হিসাব করে। যদিও জিডিপির হিসাব করা হচ্ছে ২০১৫-১৬ সালকে ভিত্তিবছর ধরে।
অর্থনীতিবিদরা মনে করেন, অনেক পুরনো ভিত্তিবছর ধরে মূল্যস্ফীতির হিসাব করায় প্রকৃত জীবনযাত্রার ব্যয় বিবিএসের হিসাবে প্রতিফলিত হচ্ছে না।
Comments