ইভ্যালি পরিচালনায় আগ্রহী সাবেক চেয়ারম্যান শামীমার বাবা-মা
ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনের বাবা-মা প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। বুধবার হাইকোর্টে এ বিষয়ে একটি আবেদনের শুনানির সময় বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে তারা এ আগ্রহের কথা জানান।
তাদের বক্তব্য শোনার পর আদালত ১৫ ফেব্রুয়ারি একটি হলফনামায় ইভ্যালি নিয়ে তাদের পরিকল্পনা জমা দিতে বলেন।
ইভ্যালির এক গ্রাহকের করা এই আবেদনের ভার্চুয়াল শুনানিতে নাসরিনের বাবা রফিকুল আলম তালুকদার ও মা ফরিদা তালুকদার এবং কোম্পানির সাবেক নির্বাহী পরিচালক এহসান সারোয়ার চৌধুরী অংশ নেন।
তারা বলেন, তারা কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং নাসরিনের মালিকানায় থাকা শেয়ারের অংশ কিনতে চান।
রাসেল ও নাসরিন এখন কারাগারে থাকায় তারা কোম্পানি পরিচালনার জন্য হাইকোর্ট নিযুক্ত পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেন।
আবেদনকারীর আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাদের ব্যাংক অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হবে না, এ বিষয়ে হাইকোর্ট ২ সপ্তাহের মধ্যে তাদের কারণ দর্শাতে বলেছেন।'
এর আগে গত বছরের ২২ সেপ্টেম্বর হাইকোর্ট একটি নিষেধাজ্ঞার আদেশ জারি করে ইভ্যালিকে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত সম্পদ বিক্রি ও স্থানান্তর করা থেকে বিরত থাকার আদেশ দেন।
Comments