ইভ্যালির সার্ভার ডাউন

বিতর্কিত ই-কমার্স কোম্পানি ইভ্যালির সার্ভার ডাউন থাকায় প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।
আজ শনিবার ইভ্যালির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল কারাগারে থাকায় এর ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে সার্ভার, অফিস রক্ষণাবেক্ষণ ও কর্মচারীদের বেতন ব্যয় বহনে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানানো হয় ওই পোস্টে।
'এ পরিস্থিতিতে আমাদের সার্ভার বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় দ্রুত সার্ভার চালু করে দেওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে,' এতে বলে হয়।

এ বিষয়ে জানতে ইভ্যালির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবি চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি এবং মেসেজের উত্তর দেননি।
Comments