টাকার মান আরও কমল, ১ ডলার এখন ৯১.৯৫ টাকা

ডলারের বিপরীতে গত দুই দিনে টাকার মান কমেছে ২ টাকা ৫ পয়সা। আজ সোমবার আন্তঃব্যাংক প্রতি ডলার বিনিময় মূল্য নির্ধারিত হয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা।

গতকাল প্রতি ডলারের বিপরীতে টাকার মান কমেছিল ১ টাকা ৬০ পয়সা। আজ আবারো ডলারের বিপরীতে টাকার মান ৪৫ পয়সা কমেছে।

এ নিয়ে দশম বারের মতো টাকার অবমূল্যায়ন হলো চলতি বছরে।

রপ্তানি কমে যাওয়া ও রেমিট্যান্সের বিপরীতে উচ্চ আমদানি বিলের কারণে ডলারের সরবরাহ সংকুচিত হওয়ায় স্থানীয় মুদ্রা টাকা চাপের মধ্যে আছে।

এর আগে অনেক ব্যাংক আমদানি বিল নিষ্পত্তির জন্য ডলারের ঘাটতির সম্মুখীন হয়। কারণ কেন্দ্রীয় ব্যাংক বিদেশে অবস্থিত এক্সচেঞ্জ হাউস থেকে ডলার কেনার জন্য বিনিময় হার নির্ধারণ করে দিয়েছিল।

পরিস্থিতি বিবেচনায় গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

 

Comments