আরও কমলো টাকার মান, ১ ডলার এখন ৯২.৯৫ টাকা
ডলারের বিপরীতে টাকার মান আরও কমেছে। আজ সোমবার আন্তব্যাংক লেনদেনে প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারিত হয়েছে ৯২ টাকা ৯৫ পয়সা।
গতকাল সোমবার প্রতি ডলার বিনিময় হচ্ছিল ৯২ টাকা ৯০ পয়সায়। আজ ডলারের বিপরীতে টাকার মান আরও ৫ পয়সা কমলো। এ নিয়ে চলতি বছরে টাকার মান কমলো ১৬ বার।
ডলারের বিপরীতে টাকার মান ও আমদানি ব্যয় নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। টাকার বড় ধরনের পতন ঠেকাতে চলতি অর্থবছরে বাজারে কেন্দ্রীয় ব্যাংক ৭ বিলিয়নের বেশি ডলার বাজারে ছেড়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন।
রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেড়ে যাওয়া ও রেমিট্যান্স কমে ডলারের সরবরাহ সংকুচিত হওয়ায় স্থানীয় মুদ্রা টাকা চাপের মধ্যে আছে।
Comments