সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!

গ্রাফিক্স: হান্না জাসিমোভা

২ বছর আগে উদ্দীপনা নিয়ে আমরা যখন নতুন দশকে প্রবেশ করেছিলাম, তখন খুব কম মানুষই অনুমান করতে পেরেছিল নতুন দশক একটি বৈশ্বিক মহামারি দিয়ে শুরু হবে। যাই হোক, ২০২১ সাল থেকে বেরিয়ে আসার সময়টাতে আমরা চারদিকে মানুষের মধ্যে উন্নত ভবিষ্যতের আশা বাড়তে দেখতে পাচ্ছি।

সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে নতুন সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কমেছে। এটি দেখে ভালো লাগছে। তবে আমাদের করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিষয়ে অতি সতর্ক থাকতে হবে, যা অনেক দেশেই বিপর্যয় ঘটাচ্ছে।

আমরা যেন মহামারি পুরোপুরি কাটিয়ে উঠতে পারি তা নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই নতুন বছরে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। গত ২ বছরের করুণ শিক্ষা থেকে শিক্ষা নিয়ে সরকারকে আমাদের স্বাস্থ্যসেবা খাত উন্নয়নের দিকে নজর দিতে হবে। সরকারের টিকাদান অভিযান আরও জোরদার করা উচিত। পাশাপাশি, যাদের বুস্টার ডোজ সবচেয়ে বেশি প্রয়োজন, তারা যেন সময়মতো এবং ঝামেলা ছাড়াই তা পান—সেই বিষয়টিও নিশ্চিত করা উচিত। দেশের নাগরিকদের অবশ্যই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং প্রয়োজনের সময় একে অপরকে সাহায্য করতে হবে।

অসংখ্য গবেষণায় প্রকাশিত হয়েছে, মহামারি লাখ লাখ মানুষের জীবন পুরোপুরি বিশৃঙ্খল করে দিয়েছে। অনেকেই তাদের প্রিয়জন ও জীবিকা হারিয়েছেন। গত ২ বছরে দারিদ্র্য দ্রুত বৃদ্ধি পেয়েছে। এত বড় ধাক্কা কাটিয়ে উঠতে হলে সরকারকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কার্যকরভাবে কাজ করতে হবে। অর্থনীতি শেষ পর্যন্ত পুনরুদ্ধার হচ্ছে বলে মনে হচ্ছে। তবে আমাদের অবশ্যই এটি ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। সবার জন্য আরও ভালো ভবিষ্যত গড়ে তোলার সবচেয়ে ভালো উপায় এটি।

সড়ক নিরাপত্তা এই বছর আবার একটি পীড়াদায়ক বিষয় হয়ে উঠেছে। কারণ সড়কে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কর্তৃপক্ষের উদাসীনতার কারণে শিক্ষার্থীসহ অন্যরা অকারণে প্রাণ হারিয়েছে। চরম বিশৃঙ্খলার প্রতিবাদে আমরা ছাত্রদের আবারও রাস্তায় নামতে দেখেছি। নতুন বছরে আমরা পরিবর্তন আরও ভালোভাবে দেখতে পাব বলে আশা করছি।

গত বছরে নারী ও শিশুদের প্রতি সহিংসতার যেসব ঘটনা ঘটেছে, সেগুলোও উদ্বেগজনক। একটি সমাজ হিসেবে আমাদের এ ধরনের সহিংসতা নির্মূল করতে হবে।

তদুপরি রাষ্ট্র ও এর হর্তাকর্তাদের অসহিষ্ণুতা জনসাধারণের ভিন্ন মত প্রকাশের জায়গা সংকুচিত করে দিচ্ছে। আমাদের গণতন্ত্রকে যদি আমরা সম্পূর্ণ স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হওয়া থেকে বিরত রাখতে চাই, তবে এ বিষয়টিও জরুরিভাবে মোকাবিলা করতে হবে। যদি আমরা কর্তৃত্ববাদের প্রবণতা উল্টে দিতে চাই, তাহলে নাগরিক হিসেবে আমাদের অবশ্যই রাষ্ট্রের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কথা মনে রাখতে হবে।

সত্যের প্রতি নিবেদিত একটি সংবাদপত্র হিসেবে দ্য ডেইলি স্টার জনস্বার্থ, সামাজিক ন্যায়বিচার, এই দেশের তরুণ জনগণ, উন্নয়ন, পরিবেশ, উন্নত গণতান্ত্রিক অনুশীলন এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এত বছর ধরে যারা আমাদের পাশে থেকেছেন, আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের পাঠক ও পৃষ্ঠপোষকদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

অনুবাদ করেছেন জারীন তাসনিম

Comments

The Daily Star  | English

Israel strikes Iran military targets, Tehran says damage 'limited'

Israel struck military sites in Iran early on Saturday, saying it was retaliating against Tehran's strikes on Israel this month, the latest attack in the escalating conflict between the heavily armed rivals

5h ago