ক্যাম্পাস

ফল প্রকাশের আগেই ছেলের ভর্তি পরীক্ষার রেজাল্ট জানিয়ে ফেসবুকে চবি কর্মকর্তার পোস্ট

বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, ফলাফল এখনো প্রকাশিত হয়নি, চলছে ক্রসচেক। 
চবি
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ছেলের ফলাফল নিজের ফেসবুকে আইডিতে পোস্ট করে জানিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, ফলাফল এখনো প্রকাশিত হয়নি, চলছে ক্রসচেক। 

বিষয়টি নিয়ে সমালোচনার মধ্যেই পোস্টটি সরিয়ে ফেলেন ওই কর্মকর্তা চবি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের মার্কশিট শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সোহরাওয়ার্দী। রোববার সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে ছেলের চবির 'এ' ইউনিটে চান্স পাওয়ার বিষয়টি জানান তিনি। 

ফেসবুক থেকে সরিয়ে ফেলার আগে নেওয়া স্ক্রিনশট। ছবি: সংগৃহীত

ফেসবুক পোস্টে ওই কর্মকর্তা উল্লেখ করেন, 'আলহামদুলিল্লাহ আমার ছেলে আবীর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের A Unit (সায়েন্স ফ্যাকাল্টি) ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় এক হাজার ৬৯৬ এবং কোটা তালিকায় ৩য় হয়েছে। সবার কাছে দোয়া প্রার্থী।'

এ বিষয়ে জানতে মোহাম্মদ সোহরাওয়ার্দীকে ফোন করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি এ ধরনের কোনো পোস্ট দেইনি। কেউ হয়তো এডিট করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।'

বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা পরিচালনার সমন্বয়ক ছিলেন মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন মো. শফিকুল ইসলাম। জানতে চাইলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'এসব কাণ্ডজ্ঞানহীন কাজ। এ ফলাফলের কোনো ভিত্তি নেই।'  

তিনি জানান, এ ইউনিটের ফলাফল চূড়ান্ত করে রোববার বিকেলে আইসিটি সেলে পাঠানো হয়েছে। সেখানে ফলাফল অধিকতর যাচাই বাছাই হচ্ছে।

জানতে চাইলে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আইসিটি সেল থেকে ফলাফল জানার কোনো সুযোগ নেই৷ আগামীকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।'

Comments

The Daily Star  | English
social safety net budget

Safety Net Programmes: Slice for the poor only gets thinner

Although budgetary allocation for social safety net programmes has increased over the past 13 years, the share of compatible programmes has declined significantly.

1h ago