হার রিয়ালের প্রাপ্য ছিল না, বললেন আনচেলত্তি

ফাইল ছবি

চলতি মাসের শুরুতে প্রায় একই সুর শোনা গিয়েছিল কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠে। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে হেরে বলেছিলেন, বার্সেলোনা জয় পাওয়ার যোগ্য ছিল না। এবার স্প্যানিশ লা লিগায় ফের চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ে পেরে না উঠে জানালেন, রিয়াল মাদ্রিদ হারের যোগ্য ছিল না।

রোববার রাতে বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছে রিয়াল। এতে লা লিগার শিরোপা ধরে রাখার আশা কার্যত শেষ হয়ে গেছে তাদের। আসরের ১২ ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে রিয়াল। ২৬ ম্যাচে কাতালানদের অর্জন ৬৮ পয়েন্ট। লিগের বর্তমান চ্যাম্পিয়নরা সমান ম্যাচে পেয়েছে ৫৬ পয়েন্ট।

রোনালদ আরাউহোর আত্মঘাতী গোলে ম্যাচের নবম মিনিটে লিড নেয় রিয়াল। প্রথমার্ধের শেষ মিনিটে বার্সাকে সমতা ফেরান সার্জি রবার্তো। তার বদলি হিসেবে নেমে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জয়সূচক গোল করেন ফ্রাঙ্ক কেসিয়ে। এর আগে মার্কো আসেনসিও ম্যাচের ৮১তম মিনিটে লক্ষ্যভেদ করলেও রিয়ালের উদযাপন স্থায়ী হয়নি। রেফারি ভিএআরের সহায়তা নিলে অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, হার তাদের প্রাপ্য ছিল না, 'আমরা আগের চেয়ে আরও পিছিয়ে পড়েছি এবং এখন এটা আরও কঠিন। তবে আমরা শেষ ম্যাচ পর্যন্ত আমাদের সবটুকু নিংড়ে দিতে যাচ্ছি। সত্যি বলতে, আমরা এই হারের যোগ্য ছিলাম না। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, আমরা ভালো খেলেছি এবং শেষ পর্যন্ত গোলও পেয়েছি (যা পরে বাতিল হয়েছে অফসাইডের কারণে)। বার্সেলোনা খেলা জিতে নিয়েছে।'

আসেনসিওর ওই গোল বাতিল হওয়ার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেন রিয়াল কোচ, 'আমরা দুঃখ পেয়েছি। এটা বেদনাদায়ক কিন্তু আমরা যে পারফরম্যান্স করেছি তাতে আমরা গর্বিত। প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত একটি পরিপূর্ণ প্রদর্শনী দেখিয়েছি আমরা। একটা অফসাইডের কারণে জিততে পারিনি যা অত্যন্ত সংশয়পূর্ণ ছিল। মনে এখনও সেই সংশয় নিয়ে আমরা মাদ্রিদে ফিরে যাচ্ছি।'

এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিনটি এল ক্লাসিকোয় রিয়াল হারল বার্সেলোনার কাছে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের পর কোপা দেল রের সেমির প্রথম লেগেও লস ব্লাঙ্কোরা হেরেছিল। আসন্ন আন্তর্জাতিক বিরতির পর ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লেগে তারা ফের মুখোমুখি হবে কোচ জাভি হার্নান্দেজের দলের।

শিষ্যদের পারফরম্যান্স নিয়ে অবশ্য কোনো অসন্তুষ্টি নেই ইতালিয়ান কোচ আনচেলত্তির, 'সুপার কাপের পরে আমাদের নিজেদের নিয়ে সংশয় তৈরি হয়েছিল, কিন্তু এবার হয়নি। আমরা খুব ভালো খেলেছি। কিছু কিছু সময় খেলায় তাদের নিয়ন্ত্রণ ছিল এবং একইভাবে আমাদেরও ছিল। সমানে সমান লড়াই হয়েছে। এই ম্যাচগুলোতে ছোট ছোট কারণে জয়-পরাজয় নির্ধারিত হয়ে থাকে।'

লা লিগার শিরোপার জন্য লড়াই চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি, 'প্রতিটি খেলার জন্য ভালো প্রস্তুতি নেওয়াকে আমরা অগ্রাধিকার দেই। এটাই দৃঢ়ভাবে মৌসুম শেষ করার একমাত্র উপায়। আমি আমার দলকে নিয়ে অত্যন্ত গর্বিত বোধ করছি এই ম্যাচের পর। পারফরম্যান্স ও যে পরিবর্তনগুলো করা হয়েছে সেগুলো খুব ভালো ছিল। আমরা প্রতিটি প্রতিযোগিতায় শেষ পর্যন্ত লড়ব, আমরা আত্মবিশ্বাসে পূর্ণ।'

Comments

The Daily Star  | English

Finance adviser sees no impact on tax collection from NBR dissolution

His remarks came a day after the interim government issued an ordinance abolishing the NBR and creating two separate divisions under the finance ministry

17m ago