ভারত দলে আকসারের পরিবর্তে অশ্বিন

শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকে ছিটকেই গেলেন ভারতীয় স্পিনার আকসার প্যাটেল। তার ছিটকে পড়ায় কপাল খুলেছে আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে আকসারের পরিবর্তে এই অভিজ্ঞ স্পিনারকে দলভুক্ত করেছে ভারত।

গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল ভারত। তখনই জানা ছিল কোয়াড্রিসেপ স্ট্রেনের চোটে ভুগছেন এই স্পিনার। তবে ধারণা করা হয়েছিল বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। তবে এখনও পুরো সুস্থ নন। পুরো ফিট হতে আরও অন্তত তিন সপ্তাহ সময় লাগবে বলেই আনা হয় এই পরিবর্তন।

অবশ্য এই পরিবর্তনটা আসছে তা আগেই অনুমিত ছিল। যে কারণে গুয়াহাটি ভারতীয় দলের সঙ্গে আগেই যোগ দিয়েছিলেন অশ্বিন। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ভারতীয় দলের সঙ্গে গুয়াহাটি সফরের ছবিতে দেখার পরই পরিষ্কার হয়ে গিয়েছিল বিষয়টি। তবে অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার।

অশ্বিন ছাড়াও ভারতের বিশ্বকাপ দলে রয়েছে আরও দুইজন স্পিনার -রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। তবে তারা দুইজনই বাঁহাতি স্পিনার। দলে একমাত্র অফস্পিনার অশ্বিন। তাতে নিঃসন্দেহে বৈচিত্র্য বাড়ল ভারতীয় বোলিং আক্রমণে।

এশিয়া কাপের দলে না থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে দলে নেওয়া হয়েছিল অশ্বিনকে। প্রায় দেড় বছর পর ওয়ানডেতে ফিরে প্রথম দুটি ম্যাচ খেলেন পান ৪ উইকেট। প্রথম ম্যাচে ৪৭ রানে ১ এবং দ্বিতীয় ম্যাচে ৪১ রানে পান ৩ উইকেট। তাতেই বিশ্বকাপ দলে জায়গা হয় তার।

ভারতের বিশ্বকাপ দল

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, সুরিয়াকুমার ইয়াদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL issue with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

38m ago