আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলে আইপিএলে যেতে চান সাকিব-লিটন

Shakib Al Hasan & Liton Das
ছবি- সংগ্রহ

এবার নিলামে শেষ মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও লিটন দাসকে। দুজনই আবার বাংলাদেশের টেস্টের কাণ্ডারি। সাকিব অধিনায়ক আর লিটন পালন করেন সহ-অধিনায়কের দায়িত্ব। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন তারা।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের বদলে শুরু থেকে আইপিএলে থাকতে বিসিবির কাছে অনাপত্তিপত্রের আবেদন করেছেন তারা।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস রোববার গণমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন, 'আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের বদলে তারা আইপিএল খেলার জন্য ছুটির আবেদন করেছে। আমরা তাদের কাছ থেকে চিঠি পেয়েছি। অনাপত্তিপত্র দেওয়া হবে কিনা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

৪ এপ্রিল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের একমাত্র টেস্ট। এদিকে আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে কলকাতা।

সাকিব-লিটন ছাড়াও আইপিএলে আছেন বাংলাদেশের আরেক তারকা মোস্তাফিজুর রহমান। তবে টেস্টের চুক্তিতে না থাকায় ছুটি নেওয়ার ঝামেলা নেই মোস্তাফিজের। ১ তারিখ লক্ষ্ণৌতে স্বাগতিকদের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচেই থাকছেন তিনি।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

Now