রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৬৯ বার পেছাল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, কারণ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা ছাড় ও পবিত্র ঈদুল আজহার আগে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, আজ বুধবার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ০১ বিলিয়ন ডলারে। যা গতকাল ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

গত বছরের জুনে রিজার্ভের পরিমাণ ছিল ৪১ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, 'সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশকে বাজেট সহায়তা বাবদ ৪০০ মিলিয়ন ডলার দিয়েছে।'

আজ কিছু বাণিজ্যিক ব্যাংকের আমদানি বিল পরিশোধে সহায়তা করতে ৭৪ মিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এরপরও এডিবির সহায়তা ছাড় করার কারণে রিজার্ভ ৩০ বিলিয়ন ছাড়িয়েছে।

তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদ সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ রেড়ছে, এটিও রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে।

চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত ব্যাংকিং খাতে ১৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

চলতি মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৩ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ১০ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২০ জুনের মধ্যে রেমিট্যান্স এসেছে ২০ দশমিক ৯৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago