রাজবন্দিদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা গণতন্ত্র মঞ্চের

গণতন্ত্র মঞ্চ, গণমিছিল,
গণতন্ত্র মঞ্চের গণমিছিলটি রাজধানীর কাকরাইলে শেষ হয়। ছবি: এমরুল হাসান বাপ্পী/স্টার

গণতন্ত্র মঞ্চের গণমিছিলটি রাজধানীর কাকরাইলে গিয়ে শেষ হয়েছে। মিছিল শেষে খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে আগামী ১১ জানুয়ারি অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ।

গণমিছিল শেষে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এ ঘোষণা দেন।

এর আগে, আজ শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। এরপর সেটি পল্টন হয়ে কাকরাইলে শেষ হয়। প্রেসক্লাবের সমাবেশে জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকসহ অন্যরা বক্তব্য রাখেন।

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে বাস্তবায়নে বিএনপিসহ সমমনা ৩২ দল আজ গণমিছিল করছে।

Comments

The Daily Star  | English

Committee of 3 advisers formed to probe Abdul Hamid's departure

Led by CR Abrar, Syeda Rizwana Hasan, and Brig Gen (retd) M Sakhawat Hossain are part of the committee

28m ago