খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আজই মতামত দেবো: আইনমন্ত্রী

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আজই মতামত দেবো: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আজকের মধ্যে মতামত দেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, 'আমি ফাইলটা দেখে আজকের মধ্যে মতামত দেবো।'

আজ রোববার দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।

ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার সুযোগ নেই। সে ক্ষেত্রে আপনার ভিন্ন মত দেওয়ার সুযোগ আছে কি না—গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে আইনের অবস্থান। আমি মনে করি, সেটাই সঠিক।'

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী আরও বলেছে, যেটা তিনি আগে নির্বাহী আদেশের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা ক্ষমতাবলে সাজা স্থগিত করেছেন এবং তাকে শর্তযুক্তভাবে তার মহানুভবতার কারণে মুক্তি দিয়েছিলেন। এখন এটা পাস্ট অ্যান্ড ক্লোজড ট্রানজেকশন। এটা ওপেন করার কোনো উপায় নেই আইনগতভাবে। সেটা তিনি পরিষ্কার বলেছেন এবং আইনের অবস্থানই সেটা।'

নির্বাহী আদেশে যেভাবে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি, প্রয়োজনে তেমনভাবে বাইরে নেওয়া হয়; নির্বাহী আদেশে তেমন সুযোগ আছে কি না প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, 'দেশে সব কাজই আইনের মাধ্যমে করতে হয়। আইনের বাইরে গিয়ে করলে সেটা খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হয়।'

নির্বাহী আদেশে বিদেশে যাওয়ার সুযোগ আছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, 'নির্বাহী আদেশে বিদেশে যেতে গেলেও আইনের প্রক্রিয়ার মাধ্যমে সেই নির্বাহী আদেশ দিতে হবে। আইনের বাইরে কোনো নির্বাহী আদেশ হতে পারে না।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

1h ago