সরকার পতন তো দূরের কথা, বিএনপি নিজেদের অস্তিত্ব সংকট নিয়ে চিন্তিত: কাদের

‘আওয়ামী লীগ সরকার উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা তাদের কথা রাখে।'
Obaidul Quader
ওবায়দুল কাদের। ফাইল ফটো

মেট্রোরেল ও পদ্মা সেতু বাস্তবায়ন করে আওয়ামী লীগ সরকার যে কথায় নয়, কাজে বিশ্বাসী তা এরই মধ্যে প্রমাণ করেছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা-ফার্মগেট অংশের উদ্বোধন উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন। এরপর রোববার যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বলে প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের আরও বলেন, 'আওয়ামী লীগ সরকার উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা তাদের কথা রাখে।'

আওয়ামী লীগ নেতা বলেন, 'সরকার পতন তো দূরের কথা, বিএনপি নিজেদের অস্তিত্বের সংকট নিয়ে চিন্তিত।'

তিনি বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস বা সহিংসতার বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ সজাগ রয়েছে।

দলের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের আস্থা নেই। কালো পতাকা নিয়ে আন্দোলন করা সম্ভব নয় বলেও জানান কাদের। 'এটি একটি শোক মিছিলে পরিণত হয়', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

AL won't accept change in polls schedule if deadline is crossed: Quader

Awami League will not accept any change to the election schedule if it crosses the deadline set by the constitution, the party's General Secretary Obaidul Quader said today. Alleging that BNP wants to obstruct the polls, Quader said, "They want to question the election. Now they are openly obstructing, openly taking a stand against the election.

5m ago